ঝড়বৃষ্টির দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি

Must read

সংবাদদাতা, কাটোয়া : কালবৈশাখীর দাপটে কাটোয়া (Katwa) ও কালনা ২ মহকুমার বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ও ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। পূর্বস্থলীর পাটুলি, পিলা, ঝাউডাঙা ও মেড়তলায় ঝড়ের তাণ্ডবে বেশ কিছু ঘরের চাল উড়েছে। ভেঙেছে বসতবাড়ি। বিদ্যুতের তার ছিঁড়ে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ার পাশাপাশি বিঘ্নিত হয় জল সরবরাহ ব্যবস্থা। কাটোয়া (Katwa) ও কেতুগ্রামের দুটি ব্লক, দাঁইহাট শহরেও ঝড়ের প্রকোপ ছিল ব্যাপক। কেতুগ্রামের ৫টি বাড়ির খড়ের চাল উড়ে গিয়েছে। শিলাবৃষ্টিতে কৃষির প্রচুর ক্ষতি হয়েছে। এমনিতেই প্রচণ্ড দাবদাহে আনাজপাতির হাল খারাপ। গোদের উপর বিষফোড়ার মতো শিলাবৃষ্টিতে লঙ্কা, ঢেঁড়শ, কুমড়োরও দফারফা। পূর্বস্থলী ২ ব্লকের বিডিও সৌমিক বাগচী জানান, ‘পঞ্চায়েত ও কৃষি দফতর ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে সরকারকে রিপোর্ট পাঠাবে।’ সেই উদ্দেশ্যে শুক্রবার ঝড়-বৃষ্টির পর থেকেই প্রশাসনের কর্তারা এলাকা ঘুরে দেখে রিপোর্ট তৈরি করছেন।

Latest article