নয়াদিল্লি : সংঘাত নয়, শান্তি চান শাহবাজ শরিফ। ভারতের সঙ্গে সহযোগিতার সম্পর্কে গুরুত্ব দিয়ে মোদিকে চিঠি লিখলেন নয়া পাক প্রধানমন্ত্রী। শাহবাজ চিঠিতে জানিয়েছেন, শান্তির লক্ষ্যে অর্থপূর্ণ আলোচনাই পথ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার চিঠিটি পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। চিঠিতে শরিফ বলেছেন, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মোদি কয়েকদিন আগেই চিঠি লিখেছিলেন তাঁকে। তাঁর চিঠিতে মোদি গঠনমূলক তৎপরতার আহ্বান জানিয়েছিলেন। তার আগে ট্যুইটারেও শরিফকে শুভেচ্ছা জানান মোদি (Narendra Modi)। তার জবাবে শরিফের এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।