‍‘ট্যুইটার নয়, পারলে শ্রীলঙ্কাকে বাঁচান’

Must read

প্রতিবেদন : ইতিমধ্যেই জনপ্রিয় সোশ্যাল সাইট ট্যুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। কয়েকদিন আগে গোটা দুনিয়াকে চমকে দিয়ে মাস্ক ঘোষণা করেছেন, এবার তিনি ট্যুইটারের পুরোটাই কিনে নিতে চান। মাস্কের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। পাশাপাশি নেটিজেনরা মাস্ককে এক অভিনব প্রস্তাব দিয়েছেন। নেটিজেনরা অনেকেই বলেছেন, শ্রীলঙ্কা নামে একটি দ্বীপরাষ্ট্র ডুবতে বসেছে। ট্যুইটার না কিনে বরং তাঁর অর্থের সামান্য কিছু দিয়ে শ্রীলঙ্কাকে (Sri Lanka) ঋণমুক্ত করুন।

আরও পড়ুন –  জেলেনস্কির দাবি, মরিয়া মস্কো পরমাণু হামলা করবে

স্নাপডিল সংস্থার সিইও কুণাল বহেল ট্যুইট করেছেন, এলন মাস্ক ট্যুইটারের পুরোটাই কিনতে ৪৩ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে শ্রীলঙ্কার ঋণ ৪৫ বিলিয়ন ডলার। মাস্ক মনে করলে শ্রীলঙ্কার (Sri Lanka) মতো একটি ক্ষুদ্ররাষ্ট্রের মানুষকে পুনর্জীবন দিতে পারেন। ইতিমধ্যেই কুণালের এই ট্যুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পাশাপাশি একটি গোটা দেশের ঋণের অর্থ কোনও একজন শিল্পপতি যে তাঁর ব্যবসায় বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছেন সেটা জেনে অনেকেই চমকে উঠেছেন।

Latest article