প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই পুরনো দল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন অসমের নেতা রিপুন বোরা। তাঁর বক্তব্য, রাজ্যের একাংশের নেতা গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেন। বিশেষত, বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে। অসমে কংগ্রেসের তীব্র অন্তর্দ্বন্দ্ব ও রাজনৈতিক শত্রুপক্ষের সঙ্গে ঘনিষ্ঠতায় বীতশ্রদ্ধ হয়েই তাঁর এই সিদ্ধান্ত বলে জানান রিপুন। বিজেপির বিরুদ্ধে লড়তে কংগ্রেস আন্তরিক নয় বলেই মনে করেন অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি।
আরও পড়ুন-শেয়ার বাজারে বিরাট ধস
১৯৭৬ সালে ছাত্রজীবন থেকেই জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন রিপুন। দল ছাড়ার পর তাঁর ক্ষোভ, কংগ্রেসের বর্ষীয়ান নেতাদের একটা অংশ বিজেপি সরকারের সঙ্গে গোপন বোঝাপড়া বজায় রেখেছে। প্রসঙ্গত, এই নিয়ে অসম কংগ্রেসের দুই হেভিওয়েট নেতা যোগ দিলেন তৃণমূলে। গত বছরই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শিলচরের নেত্রী সুস্মিতা দেব। আর এবার রাজ্যের প্রাক্তন কংগ্রেস সভাপতি রিপুন বোরা। দলত্যাগী রিপুন বোরার কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে সহমত তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবও। তাঁর কথায়, উত্তরপ্রদেশে হারের পর কংগ্রেসে যে শিক্ষা নেওয়া উচিত ছিল তা তারা নেয়নি। রাজ্য বিধানসভা নির্বাচনের সময় যতটা সক্রিয় হওয়া উচিত ছিল তা হয়নি। রিপুন বোরার এই দলত্যাগের সিদ্ধান্তের পিছনে কাজ করছে কংগ্রেসের বিরুদ্ধে জমানো সেই ক্ষোভ। এই ক্ষোভ যুক্তিসঙ্গত।