ক্ষোভ যাত্রীদের

তাঁরা বলেছেন, রেলের পক্ষ থেকে বেডরোল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা দেওয়া হচ্ছে না। এর ফলে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে।

Must read

দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় রেল মন্ত্রক প্রতিশ্রুতি দিয়েছিল এবার ট্রেনে আগের মতোই যাত্রীদের বেডরোল সরবরাহ করা হবে। কিন্তু সেই আশ্বাসের পর একমাসেরও বেশি সময় কেটে গিয়েছে। এখনও রেল যাত্রীরা বেশিরভাগই বেডরোল পাচ্ছেন না। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা।

আরও পড়ুন-বিজেপিকে হারানোর ক্ষমতা নেই কংগ্রেসের

তাঁরা বলেছেন, রেলের পক্ষ থেকে বেডরোল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা দেওয়া হচ্ছে না। এর ফলে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। বেডরোল দিতে না পারার কথা অস্বীকার করেনি রেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এখনও পর্যন্ত মাত্র ৩০ শতাংশ মেল-এক্সপ্রেস ট্রেনে বেডরোল দেওয়া গিয়েছে। স্বাভাবিকভাবেই এ ঘটনায় রেলের ব্যর্থতা প্রকাশ হয়েছে। যাত্রীরা প্রশ্ন তুলেছেন, ৩০ শতাংশ নয়, কবে ১০০ শতাংশ ট্রেনযাত্রী এই সুবিধা পাবেন? রেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে এই পরিষেবা দূরপাল্লার প্রতিটি ট্রেনেই দেওয়া হবে।

Latest article