পাঁচ রাজ্যের নির্বাচনী প্রক্রিয়া শেষ হতেই দেশজুড়ে বাড়তে শুরু করেছে পেট্রোল ও ডিজেলের দাম। বেড়েছে রান্নার গ্যাসের দামও। জ্বালানির দাম বাড়ায় বেড়েছে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। বাড়তি দাম মেটাতে গিয়ে নাভিশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। এই দাম বৃদ্ধির প্রতিবাদে সোমবার থেকে দু’দিনের ধর্মঘট শুরু করেছেন রাজধানী দিল্লির অটো ও ট্যাক্সিচালকরা। সোমবার ধর্মঘটের প্রথম দিনেই চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা।
আরও পড়ুন-ক্ষোভ যাত্রীদের
অটো ও ট্যাক্সিচালকদের দাবি, অবিলম্বে তেলের দাম কমাতে হবে। পাশাপাশি ভাড়া বাড়াতে হবে। এদিন সকাল থেকেই দিল্লির রাস্তায় সেভাবে অটো-ট্যাক্সি চলাচল করতে দেখা যায়নি। অফিস যাওয়ার জন্য পথে বেরিয়ে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। ভাড়া বৃদ্ধির দাবি খতিয়ে দেখতে দিল্লির কেজরিওয়াল সরকার একটি কমিটি গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।