প্রতিবেদন : যত দিন যাচ্ছে উত্তর-পূর্ব ভারতে ততই নিজেদের সংগঠন মজবুত করছে তৃণমূল কংগ্রেস (TMC)। এবার ত্রিপুরার (Tripura) বিধানসভার উপনির্বাচনের চারটি কেন্দ্রে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। সোমবার এ কথা জানিয়েছেন উত্তর পূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।
তিন বিজেপি বিধায়ক- সুদীপ রায় বর্মন, আশিস দাস এবং আশিস সাহা পদত্যাগ করায় তিনটি আসন খালি হয়েছে। পাশাপাশি, সিপিআইএম বিধায়ক রমেন্দ্র চন্দ্র দেবনাথের মৃত্যুতে যুবরাজনগর বিধানসভা কেন্দ্র ফাঁকা। এই কেন্দ্রগুলিতেই উপনির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।
আরও পড়ুন-রাজ্যপালের মানা উচিত সংবিধান, বললেন স্পিকার
সুস্মিতা দেব বলেন, ত্রিপুরায় স্বৈরাচারী শাসন চলছে। বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিজেপি সরকার। কিন্তু তারপরও মাটি আঁকড়ে ত্রিপুরার মানুষের স্বার্থে লড়াই চালিয়ে যাচ্ছে তৃণমূল। সেইমতো উপনির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপুরায় তৃণমূলের রাজ্য দফতর খোলা হবে বলে জানান সুস্মিতা৷ ২০২৩ এ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন৷ তার আগে চার কেন্দ্রের উপনির্বাচনে ফের একবার শক্তি পরীক্ষা করে নিতে চায় তৃণমূল কংগ্রেস। মত রাজনৈতিক মহলের।