রাজ্যপালের মানা উচিত সংবিধান, বললেন স্পিকার

রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে ফের রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে ফের রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের পরামর্শ, রাজ্যপালের সংবিধান মেনে চলা উচিত। পশ্চিমবঙ্গের রাজ্যপাল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বলেই ফের অভিযোগ করেছেন তিনি। রাজ্যপালের ভূমিকা নিয়ে তিনি বলেন, তাঁর দায়িত্ব বোঝা উচিত।

আরও পড়ুন-রাশিয়ার সঙ্গে শিক্ষাচুক্তি

বিধানসভাকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করছেন উনি, যা কোনওভাবেই উচিত নয়। সাংবিধানিক প্রধান হিসেবে তাঁর সীমারেখা কতটা, সেটা তাঁরই বোঝা উচিত। রাজ্যপালের সংবিধান মেনে চলা উচিত। আমি মনে করি, উনি যা করেছেন তা ঠিক করেননি। যদিও স্পিকারের অভিযোগের জবাবে পালটা কিছুই বলতে চাননি রাজ্যপাল। সারাভারত স্পিকার মিটে কোর্টের হস্তক্ষেপ নিয়ে প্রশ্নেও সরব হয়েছিলন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আদালতকে ফের বিবেচনা করে দেখতে হবে তাদের এক্তিয়ার কতটা। আমাদের আদালত বিধানসভার স্পিকারের কাজে হস্তক্ষেপ করছেন, তা মোটেই বাঞ্ছনীয় নয়। এটা সারাভারত স্পিকার মিটেও জানিয়েছেন বলেই দাবি করেন স্পিকার।

Latest article