বার্সেলোনা, ১৯ এপ্রিল : টানা পনেরো ম্যাচ অপরাজিত থাকার পর পরপর দুটো ম্যাচে হার! তাও আবার ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে। গত সপ্তাহে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছিল বার্সেলোনা। সোমবার রাতে লা লিগায় কাদিজের কাছে ০-১ গোলে হেরে খেতাবি দৌড় থেকে প্রায় ছিটকেই গেলেন জাভি হার্নান্দেজের ফুটবলাররা। পরিসংখ্যান বলছে, ২০০৩ সালের পর এই প্রথমবার ঘরের মাঠে টানা দু’টি ম্যাচ (সব টুর্নামেন্ট মিলিয়ে) হারল বার্সা।
আরও পড়ুন-কেরলের কাছে হেরে চাপে বাংলা
কাদিজের বিরুদ্ধে দুই নিয়মিত স্টপার জেরার্ড পিকে ও রোনাল্ড আরাউহোকে বিশ্রাম দিয়েছিলেন জাভি। পরিবর্তে ভরসা রেখেছিলেন এরিক গার্সিয়া ও ক্লেমঁ লংলের উপরে। কিন্তু ৪৮ মিনিটে বার্সেলোনার দুই স্টপারকে ফাঁকি দিয়ে কাদিজের হয়ে জয়সূচক গোলটি করে যান লুকাস পেরেজ। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও পরাজয় এড়াতে পারেনি বার্সা।
এই হারের পর ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লি লিগার দ্বিতীয় স্থানে রইল বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের (৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট) সঙ্গে তাদের ব্যবধান বেডে় দাঁড়াল ১৫। জাভির দলের হাতে রয়েছে আর মাত্র সাতটা ম্যাচ। কোনও অলৌকিক ঘটনা না ঘটলে, বার্সেলোনার লা লিগা চ্যাম্পিয়ন হওয়া কার্যত অসম্ভব।