শেষ পর্যন্ত পার্লামেন্টে নিজের ভুল স্বীকার করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ২০২০ সালের জুন মাস। তখন গোটা বিশ্বেই লকডাউন চলছে। ব্রিটেনও তার ব্যতিক্রম নয়। কিন্তু সেই লকডাউনজনিত নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে নিজের জন্মদিনে উদ্দাম পার্টি করেছিলেন বরিস। লকডাউনজনিত বিধি ভঙ্গের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন-বেনজির-পুত্রই নয়া পাক বিদেশমন্ত্রী
যদিও প্রথম দিকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন জনসন। কিন্তু শেষ পর্যন্ত প্রবল চাপের মধ্যে পড়ে পার্লামেন্টে দাঁড়িয়ে নিজের ভুল স্বীকার করে নিয়ে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে এক সময় জনসনের প্রধানমন্ত্রীর কুর্সি চলে যাওয়ার উপক্রম হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য প্রধানমন্ত্রীর পদে টিকে যান তিনি। কিন্তু দেরিতে হলেও শেষ পর্যন্ত নিজের ভুল স্বীকার করে নিলেন জনসন।