সুর নরম

আদেমো বলেন, আমরা মনে করি, আর্থিক নিষেধাজ্ঞা চাপানোর পর পরিস্থিতি বদল হলে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতেই পারে।

Must read

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায় রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে আমেরিকা কি পিছু হটছে! মার্কিন ডেপুটি প্রেস সেক্রেটারি ওয়ালি আদেমো বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যদি যুদ্ধ বন্ধ করে সেক্ষেত্রে তাদের উপর যে সমস্ত নিষেধাজ্ঞা চাপানো হয়েছে তা প্রত্যাহার করে নেওয়া হতে পারে।

আরও পড়ুন-ভুল কবুল

এ প্রসঙ্গে আদেমো বলেন, আমরা মনে করি, আর্থিক নিষেধাজ্ঞা চাপানোর পর পরিস্থিতি বদল হলে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতেই পারে। শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার করাই নয়, আগামী দিনে আমেরিকা ফের মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করতেও আগ্রহী বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০ এপ্রিল ওয়াশিংটনে জি-২০ দেশগুলির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রধানরা বৈঠকে বসতে চলেছেন। তার আগে আদেমোর এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Latest article