অসমে তৃণমূলই একমাত্র বিকল্প, বিজেপিকে রুখতে ব্যর্থ কংগ্রেস, বলছেন রিপুন, সুস্মিতারা

এদিনের সাংবাদিক সম্মেলনে সাংসদ সুস্মিতা দেব জানান, গত রাজ্যসভার নির্বাচন ছিল কংগ্রেসের কাছে শেষ লড়াই।

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি: অসমে তৃণমূল কংগ্রেসই বিজেপির একমাত্র বিকল্প৷ কংগ্রেসের অন্তর্কলহই আমাকে বাধ্য করেছে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করতে৷ বিজেপির মোকাবিলা করার ক্ষমতা নেই কংগ্রেসের৷ মন্তব্য, রিপুন বোরার। রবিবারই কংগ্রেস ছেড়ে জোড়াফুল শিবিরে যোগ দিয়েছেন অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি৷

আরও পড়ুন-সুর নরম

মঙ্গলবার দিল্লিতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে রিপুন বোরা জানান, কোনও শর্ত এবং প্রত্যাশা ছাড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিয়েছেন তিনি। কারণ তিনি মনে করেন, একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে অসম থেকে বিজেপিকে সরাতে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার ও সুস্মিতা দেব। অসমে তৃণমূলই যে প্রকৃত বিকল্প তা উল্লেখ করেন অসম কংগ্রেস থেকে তৃণমূলে আসা নেত্রী সুস্মিতা দেবও৷

আরও পড়ুন-ভুল কবুল

এদিন রিপুন বোরা জানান, তৃণমূলে যোগ দেওয়ার আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে তাঁর। আদর্শগত এবং কৌশলগত মতপার্থক্যের কারণেই যে তিনি কংগ্রেস ছাড়তে বাধ্য হয়েছেন তা উল্লেখ করেন অসমের প্রাক্তন প্রদেশ সভাপতি৷ তাঁর কথায়, ২০১৪ সাল থেকে আমাদের দেশের অর্থনীতি, সামাজিক কাঠামো, সংবিধানে উল্লিখিত ধর্মনিরপেক্ষতার ভিত, গণতন্ত্র বিপদের মধ্যে রয়েছে। আমি ভেবেছিলাম কংগ্রেস হয়তো এগুলো রোধ করতে সক্ষম হবে৷ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে প্রতিটি রাজ্যে নীচুতলা থেকে হাইকম্যান্ড পর্যন্ত অন্তর্কলহেই ব্যস্ত কংগ্রেস৷ লড়াইয়ের কোনও ইচ্ছাই তাদের নেই৷ বর্তমানে অসমে বিজেপির কোনও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নেই।

আরও পড়ুন-বেনজির-পুত্রই নয়া পাক বিদেশমন্ত্রী

অসমের বহু কংগ্রেস নেতা তলায় তলায় বিজেপির সঙ্গেই যোগাযোগ রেখে চলেন৷ বিজেপিকে হারাতে বিগত ৬ বছর ধরে নিরলস পরিশ্রম করেছেন জানিয়ে রিপুন বোরার দাবি, গত বিধানসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতে সমস্ত বিরোধী দলের সঙ্গে জোট গড়া হয়েছিল। অনুকূল পরিস্থিতি তৈরি হওয়া সত্ত্বেও আমাদের কিছু বর্ষীয়ান নেতা নিজেদের মধ্যে লড়াই করতেই ব্যস্ত ছিলেন৷ এর ফলে মানুষ কংগ্রেসের উপর থেকে বিশ্বাস হারিয়েছিল এবং তার ফায়দা তুলেছে বিজেপি৷ রিপুন বোরা বলেন, আমি বুঝতে পারি, আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়তে পারবে না কংগ্রেস। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, একাধিকবারের সাংসদ, যুব কংগ্রেস নেত্রী ছিলেন। এখন বাংলার মুখ্যমন্ত্রী৷ যে লড়াকু মনোভাব নিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন এবং দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, তাতে আমি অনুপ্রেরণা পেয়েছি। আমার মনে হয়েছে, তৃণমূলই আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে।

আরও পড়ুন-আদিবাসীদের বুঝিয়ে শিকার বন্ধে সচেষ্ট বনকর্মীরা

এদিনের সাংবাদিক সম্মেলনে সাংসদ সুস্মিতা দেব জানান, গত রাজ্যসভার নির্বাচন ছিল কংগ্রেসের কাছে শেষ লড়াই। রিপুন বোরা ছিলেন উত্তর পূর্ব থেকে শতাব্দীপ্রাচীন দলটির শেষ প্রতিনিধি। তৃণমূল সাংসদ জহর সরকার বলেন, ‘‘কংগ্রেস যুক্ত এনার্জি মানে হল মমতা ব্যানার্জি।’’ মোদি জমানায় দেশের অর্থনীতি বেহাল৷ মুদ্রাস্ফীতি চরমে৷

Latest article