মোদি অজ্ঞ ও ব্যর্থ : স্বামী

গত আট বছরে দেশের অর্থনীতি থেকে জাতীয় নিরাপত্তা সবক্ষেত্রেই চূড়ান্ত ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদি সরকার।

Must read

প্রতিবেদন : গত আট বছরে দেশের অর্থনীতি থেকে জাতীয় নিরাপত্তা সবক্ষেত্রেই চূড়ান্ত ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদি সরকার। যিনি বলছেন তিনি কোনও বিরোধী দলের নেতা নন বরং তিনি কেন্দ্রের শাসক দল বিজেপিরই রাজ্যসভার সাংসদ। মঙ্গলবার বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী নরেন্দ্র মোদি সরকারকে কড়া আক্রমণ করে ট্যুইটে বলেন, গত ৮ বছরে আমরা দেখছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর্থিক উন্নতির কোনও লক্ষ্যই পূরণ করতে পারেননি। বরং তিনি ক্ষমতায় আসার দু’বছর পর থেকে অর্থাৎ ২০১৬ সাল থেকে দেশের আর্থিক বৃদ্ধির হার কমতে শুরু করেছে। দেশের জাতীয় নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়েছে। চিনের কার্যপদ্ধতি সম্পর্কে মোদি একেবারেই অজ্ঞ। চলতি পরিস্থিতি থেকে সামলে ওঠার সুযোগ রয়েছে। কিন্তু কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে সেটা কি মোদি জানেন?

আরও পড়ুন-অসমে তৃণমূলই একমাত্র বিকল্প, বিজেপিকে রুখতে ব্যর্থ কংগ্রেস, বলছেন রিপুন, সুস্মিতারা

এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি যশবন্ত সিনহার বক্তব্য, কেন্দ্রের এই সরকার এবং শাসকদল শুধু প্রচারের জোরে টিকে রয়েছে৷ যে কোনও ইস্যুতেই তারা প্রচারের সুযোগ খোঁজে৷ এর সঙ্গে যোগ হয়েছে কুৎসিত সাম্প্রদায়িক রাজনীতি৷ দেশের মানুষের মূল সমস্যা থেকে নজর ঘোরাতেই বিজেপি ও কেন্দ্রীয় সরকার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে চলেছে৷ কংগ্রেসের প্রবীণ নেতা কপিল সিব্বলের ট্যুইট, বিজেপির আট বছরের সাফল্য হল, অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে না পারা এবং সাম্প্রদায়িকতার রাজনীতি ও লাগাতার মিথ্যা প্রচার করে যাওয়া৷

Latest article