আদিবাসীদের বুঝিয়ে শিকার বন্ধে সচেষ্ট বনকর্মীরা

এই ঘটনা যথেষ্ট প্রভাব বিস্তার করে এতদঞ্চলে। জঙ্গল ধ্বংসের পাশাপাশি জীবজন্তুর প্রাণের ক্ষতির বড়সড় কারণ হয়ে ওঠে।

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই সময় তাঁদের সামাজিক প্রথা-রীতি অনুসারে নানা স্থানের জঙ্গলে শিকার করতে যান। বাঁকুড়ার জঙ্গলেও চলে আদিবাসীদের পক্ষে এই ধরনের শিকার। প্রায় উৎসবের চেহারা নেয় তা। এবার এই শিকার বন্ধ করতে এবং শিকার করতে না যাওয়ার আবেদন জানিয়ে আদিবাসী মানুষদের মধ্যে প্রচার শুরু করলেন বাঁকুড়া উত্তর বন বিভাগের বনকর্মীরা। আদিবাসীদের এই শিকার রীতি চালু থাকার ফলে এই সময় বেশ কিছু বন্যপ্রাণীও প্রাণ হারায় শিকারিদের হাতে। যার ফলে বিঘ্নিত হয় এলাাকার সামাজিক ভারসাম্য।

আরও পড়ুন-আমদানি হচ্ছে না জ্বালানি, অন্ধকারে ডুবছে পাকিস্তান, শ্রীলঙ্কার পুনরাবৃত্তি?

এই ঘটনা যথেষ্ট প্রভাব বিস্তার করে এতদঞ্চলে। জঙ্গল ধ্বংসের পাশাপাশি জীবজন্তুর প্রাণের ক্ষতির বড়সড় কারণ হয়ে ওঠে। তাই বন্যপ্রাণী ও জঙ্গল বাঁচানোর উদ্দেশ্যে এহেন সক্রিয় কর্মসূচি নিয়েছেন বনকর্মীরা। আদিবাসী মানুষজনকে বুঝিয়েসুঝিয়ে তাঁদের এই শিকার রীতি থেকে দূরে থাকতে বলছেন। অনুরোধের সুরে শিকার বন্ধ করতে বলছেন তাঁরা। জঙ্গল ধ্বংস-বিরোধী প্রচারে সরব হয়ে নিয়মিত মাইকিং করছেন। এলাকাবাসীদের বোঝানোর চেষ্টা করছেন এই ধরনের শিকারের সামাজিক ক্ষয়ক্ষতির দিকটা।

Latest article