করোনার কালো সময়েও অর্থনীতির চাকাকে সচল রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের সাফল্য ইতিমধ্যেই নানা মহলের প্রশংসা পেয়েছে। সারা দেশে যখন শিল্প-বাণিজ্য থেকে সমগ্র অর্থনীতি মার খেয়েছে সেখানে বৃদ্ধির মুখ দেখেছে এ রাজ্যের অর্থনীতি। অর্থনীতির গতি সচল রাখতে রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে এবার মান্যতা দিল আয়কর দফতর। ২০২১-২২ আর্থিক বছরে এ রাজ্য থেকে রেকর্ড ৫৫ হাজার ৫৮৮ কোটি টাকা কর সংগ্রহ করেছে তারা। যা ২০২০-২১ অর্থ বছরের তুলনায় ৪৩.৩ শতাংশ বেশি।
আরও পড়ুন-বসিরহাটের পঞ্চায়েতকে কেন্দ্রের পুরস্কার
কর্পোরেট কর আদায়ে উল্লেখযোগ্য সাফল্যের কারণেই কর সংগ্রহ বেড়েছে বলে দফতরের তরফে জানানো হয়েছে। এর থেকেই প্রমাণিত হয়েছে করোনার সময়ও এরাজ্যের ব্যবসা- বাণিজ্য চলেছে মসৃণ গতিতে। গত আর্থিক বছরে আয়কর সংগ্রহের নিরিখে রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ নবম স্থানে রয়েছে। এই সময় রাজ্য থেকে আদায় হওয়া কর্পোরেট করের পরিমাণ ৩২ হাজার ৪৯৫ কোটি টাকা। এই প্রথম রাজ্য থেকে আদায় হওয়া কর্পোরেট করের পরিমাণ ৩০ হাজার কোটি টাকার সীমা অতিক্রম করল। কর আদায় গোটা দেশের মধ্যে এরাজ্যের স্থান নবম। প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র, কর্নাটক এবং দিল্লি।