বসিরহাটের পঞ্চায়েতকে কেন্দ্রের পুরস্কার

রাজ্যের বিজেপি নেতাদের যাবতীয় সমালোচনাকে পাত্তা না দিয়ে গ্রামীণ অর্থনীতিকে বিশেষ মাত্রা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Must read

সংবাদদাতা, বসিরহাট : রাজ্যের উন্নয়নকে স্বীকৃতি দিতে বাধ্য হল কেন্দ্রের বিজেপি চালিত সরকার। স্বাভাবিকভাবে রাজ্যের মুকুটে নয়া পলক। কেন্দ্রের দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কারে ভূষিত হল বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সাতটি পঞ্চায়েত। পঞ্চায়েতের সার্বিক প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই বিশেষ পুরস্কারে পুরস্কৃত হল বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতি। প্রমাণিত হল, গ্রামের আর্থিক বিকাশে বাংলা প্রকৃত অর্থেই অনন্য।

আরও পড়ুন-রেনেসাঁস-এর উদ্বোধন

রাজ্যের বিজেপি নেতাদের যাবতীয় সমালোচনাকে পাত্তা না দিয়ে গ্রামীণ অর্থনীতিকে বিশেষ মাত্রা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সভাপতি নুরজাহান বিবি ও সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্যের কাছে কেন্দ্রের দীনদয়াল উপাধ্যায় সশক্তিকরণ পুরস্কারের বার্তা পৌঁছে গেল পঞ্চায়েত মন্ত্রণালয় থেকে। পানীয় জল, বিদ্যুৎ, শিক্ষা, তফসিলি জাতি উন্নয়ন, শিশু এবং নারীশিক্ষা সহ বেশ কয়েকটি ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য বসিরহাটের পঞ্চায়েতকে কেন্দ্রের এই স্বীকৃতি। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডল বলেন, আমরা মানুষের স্বার্থে লাগাতার কাজ করে যাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের সার্বিক উন্নয়নের কাজ ও প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। তাই বিরোধীরা যতই কুৎসা অপপ্রচার অনুন্নয়নের অভিযোগ করুন না কেন, কেন্দ্র কিন্তু বাংলাকে বিভিন্ন প্রকল্পে বারবার দেশের মধ্যে এক নম্বরে আনতে বাধ্য হচ্ছে।

Latest article