বঙ্গ বিজেপিতে বিদ্রোহের আগুন ক্রমশ ছড়াচ্ছে। সেই সঙ্গে দলের একের পর এক কেচ্ছা প্রকাশ্যে চলে আসছে। যতদিন যাচ্ছে, ঝগড়া কমা তো দূরের কথা, উল্টে বেড়েই চলেছে। মঙ্গলবার এই বিদ্রোহে নতুন করে ধোঁয়া দিয়েছেন পশ্চিম বর্ধমানের নেতা জিতেন্দ্র তিওয়ারি। সোশ্যাল মিডিয়ায় জিতেন্দ্র এদিন খোলাখুলি তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের প্রশংসা করেন। আসানসোল উপনির্বাচনে ভরাডুবির পর রাজ্য সরকারের সুখ্যাতি করে দলের অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন জিতেন্দ্র।
আরও পড়ুন-আয়করে কৃতিত্ব বাংলার
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রীর প্রভাব পড়েছে ভোটারদের মনে। তাতেই জনসমর্থন তৃণমূল কগ্রেসের পক্ষে গিয়েছে। জিতেন্দ্রর পোস্টে দলের অস্বস্তি যে আরও বাড়ল তা বলাই বাহুল্য। শাক দিয়ে মাছ ঢাকার আর কােনও চেষ্টাই ফলপ্রসূ হচ্ছে না দলে। এই বিদ্রোহের আবহে মঙ্গলবার বৈঠক ডাকে রাজ্য নেতৃত্ব। সেই বৈঠকে ডাক না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলের রাজ্যের সাধারণ সম্পাদক ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি প্রকাশ্যেই বলেছেন, এরকম কোনও মিটিং হচ্ছে বলে জানিই না। আমাকে কোনও খবর দেওয়াই হয়নি। ড্যামেজ কন্ট্রোলে নেমে পরে অবশ্য রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লকেটের সঙ্গে ফোনে কথা বলেন।
আরও পড়ুন-বসিরহাটের পঞ্চায়েতকে কেন্দ্রের পুরস্কার
আসানসোল ও বালিগঞ্জ, এই দুই কেন্দ্রের উপনির্বাচনে ভরাডুবির পর থেকেই রাজ্য বিজেপিতে ছড়াচ্ছে বিদ্রোহের আগুন। এই অবস্থায় অমিত শাহ রাজ্যে এলে কী যে হবে তা ভেবেই দিশাহারা রাজ্য নেতৃত্ব। এরই মধ্যে বর্ষীয়ান নেতা তথাগত রায় ফের তোপ দেগেছেন দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দের দিকে। এর পরই দিলীপ ঘোষ মুখ খুলে নাম না করে তথাগত রায়কে ফালতু লোক বলেন। তথাগত রায়ের যে কোনও গুরুত্ব নেই সেটাই বুঝিয়ে দিতে চাইছেন দিলীপ ঘােষ। সবমিলিয়ে বিজেপির কেচ্ছা আর কোনও ভাবেই ঘরের চার দেওয়ালের মধ্যে ধরে রাখা যাচ্ছে না।