আক্রান্ত তৃণমূল কাউন্সিলর হালিশহর

অনুপম দত্তের পর এবার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন হালিশহর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর টুনা নায়েক।

Must read

সংবাদদাতা, হালিশহর : অনুপম দত্তের পর এবার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন হালিশহর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর টুনা নায়েক। মঙ্গলবার সকালে তাঁকে ভারী কোনও বস্তু দিয়ে মাথায় আঘাত করে খুনের চেষ্টা করা হয়। অতর্কিত আক্রমণে তাঁর মাথা ফেটে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। অভিযোগের আঙুল স্পষ্টতই বিজেপির দিকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হাজিনগর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন-গঙ্গায় ভাসল প্রমোদ ‘সাগরী’

তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি প্রবীর সরকার বিজেপি নেতা তথা ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রবিশংকর সিংকেই এই ঘটনার জন্য সরাসরি দায়ী করেছেন। তাঁর বক্তব্য, পুরভোটে হেরে গিয়েই এই আক্রমণ চালিয়েছে রবিশংকর। এই ওয়ার্ডটিও বিজেপির দখলে ছিল। কিন্তু সম্প্রতি পুরনির্বাচনে এই ওয়ার্ডে হেরে যায় বিজেপি। বিপুল ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী টুনা নায়েক। তারপর থেকেই টুনাকে নানাভাবে হেনস্তা করা হচ্ছিল। তাঁকে খুনেরও চক্রান্ত করছিল বিজেপি। পূর্বপরিকল্পিত ভাবেই এদিন তাঁর উপর হামলা চালানো হয়। আক্রান্ত কাউন্সিলর টুনা নায়েক জানালেন, অসামাজিক কাজকর্ম চালাতেন বিজেপি নেতা রবিশংকর সিং। সেই কাজেই বাধা হয়ে দাঁড়িয়েছিলাম আমি। এছাড়াও হারের বদলা নিতে রবিশংকর সিংয়ের নেতৃত্বে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ চালিয়েছে আমার উপর। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Latest article