সংবাদদাতা, ঝাড়গ্রাম : বোরো ধানের জমিতে দাপিয়ে বেড়ালো দলছুট এক দাঁতাল হাতি, শুক্রবার সকালে। ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি গ্রাম পঞ্চায়েতের টুটুহা গ্রামে। সকালে গ্রামবাসীরা দেখতে পান বোরো ধানের জমিতে একটি পূর্ণবয়স্ক দাঁতাল (Elephant) দাপিয়ে বেড়াচ্ছে। গ্রামবাসীরা ধান বাঁচাতে হাতিটিকে তাড়ানোর চেষ্টা করেন। দাঁতালটি তা গ্রাহ্য না করে ধানজমিতে দাপিয়ে বেড়ায়। ফলে প্রচুর ধান নষ্ট হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। খবর পেয়ে বনকর্মীরা প্রায় দু ঘণ্টার চেষ্টায় হাতিটিকে পার্শ্ববর্তী জঙ্গলে পাঠায়।
আরও পড়ুন – প্রাথমিক বিদ্যালয়ে অভিনব উদ্যোগ, মন্ত্রী হতে চাইলে দিতে হবে পরীক্ষা
এদিকে দিনের বেলায় হাতি (Elephant) চলে আসায় আতঙ্কে গ্রামবাসীরা। তাঁরা জানান, বেশ কয়েকটি হাতি মাঝে মধ্যে খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে। ভয়ে সন্ধ্যার পর গৃহবন্দি থাকতে হচ্ছে গ্রামবাসীদের। হাতির দল মাঝেমধ্যে বাসরাস্তায় দাপিয়ে বেড়ায়। এর জন্য লোধাশুলি-রগড়া বাসরাস্তায় যান চলাচলে সমস্যা দেখা দেয়। বারবার বন দফতরকে জানিয়েও হাতিগুলিকে অন্যত্র না নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। অভিযোগ, ধারদেনা করে অনেক কষ্টে বোরো ধান চাষ করেছেন। সেই ধান ঘরে তোলার আগেই মাঠে হাতি নষ্ট করে দিচ্ছে। কীভাবে ধারদেনা শোধ করবে তা নিয়ে তাঁরা চিন্তিত। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাতির যাত্রাপথে বাধা দেওয়া বা হাতিকে উত্ত্যক্ত না করতে বলা হয়েছে। যাঁদের ফসলের ক্ষতি করছে হাতি তাঁদের বন দফতর ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে।