কথা রাখল তৃণমূল, ৪ নয়া জলপ্রকল্প দাঁইহাট পুরসভায়

Must read

সংবাদদাতা, কাটোয়া : ক্ষমতায় ফিরলে পানীয় জলের সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিল দাঁইহাট শহর তৃণমূল কংগ্রেস। বিরোধীশূন্য বোর্ড গঠনের পর শপথ নিয়েই ১৫০ বছরের পুরনো দাঁইহাট (Daihat) পুরসভার বাসিন্দাদের পরিস্রুত পানীয় জলের সঙ্কট মেটানোর উদ্যোগ শুরু হয়ে যায়। প্রতিশ্রুতি মতো চারটি নতুন জলপ্রকল্প তৈরি করল তৃণমূলশাসিত পুরসভা। পুরপ্রধান শিশির মণ্ডল বললেন, ‘এই প্রকল্পগুলির মাধ্যমে শহরের বাড়তি চার হাজার মানুষ আর্সেনিকমুক্ত পানীয় জল পাবেন। খরচ হয়েছে ৬৪ লক্ষ টাকা।’ ১৪ ওয়ার্ড বিশিষ্ট দাঁইহাট (Daihat) পুরসভার জনসংখ্যা ২৭ হাজার ২০০ জন। হোল্ডিংয়ের সংখ্যা ৭ হাজার। নতুন চারটি পাম্প হাউস তৈরির আগে ১৭টি পাম্প হাউস থেকে ৩,৬৭৬ বাড়িতে পানীয় জল সরবরাহ হত। বাড়তি চারটি পাম্প হাউস তৈরি হওয়ায় শহরের পানীয় জলের সঙ্কট কেটে গেল বলে পুরসভার দাবি। শহর লাগোয়া ভাগীরথী থেকেও জল তুলে তা শোধন করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার প্রকল্পও হাতে নিয়েছে পুরসভা। শহরের পানীয় জলের সঙ্কট মেটানোর প্রতিশ্রুতি পূরণে খুশি বাসিন্দারা। কারণ কিছুদিন আগেই  পাইপ থেকে নোংরা, দুর্গন্ধময় জলের সঙ্গে বেরোচ্ছিল পোকামাকড়, কেঁচো। পুরপ্রধান শিশির মণ্ডলের কথায়, ‘জল সরবরাহের জন্য লোহার পাইপ পাতা ছিল, যা ৩০ বছরের পুরনো। ফলে মাঝে মাঝে নোংরা জল বেরোয়।  পুরনো সমস্ত পাইপ বদলানোর কাজ শুরু হয়েছে।’

Latest article