সংবাদদাতা, আলিপুরদুয়ার : পশ্চিমবঙ্গকে করিডর করে অসম থেকে বিপুল পরিমাণ কয়লা পাচার হয়ে যেত দেশের বিভিন্ন প্রান্তে। অসমে সেই কয়লা পাচারকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিরাট সিন্ডিকেট। কড়া হাতে তা দমন করতে সফল হল আলিপুরদুয়ার (Alipurdwar) জেলা পুলিশ। এই মিশনের নেতৃত্ব দিয়েছেন জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। জেলা পুলিশ সুপারের দায়িত্ব নিয়েই এই বিষটির ওপর বিশেষ নজর দেন তিনি। গত চার মাস অসম থেকে আসা কয়লা বোঝাই গাড়িগুলিকে একের পর এক আইনের আওতায় নিয়ে আসেন তিনি। পাকড়িগুড়ি আন্তঃরাজ্য সীমানা দিয়ে অবৈধভাবে প্রবেশ করা কয়লার সমস্ত গাড়িগুলিকে ধরে মামলা করে জেলা পুলিশ। আলিপুরদুয়ার (Alipurdwar) জেলা পুলিশের এই মামলার ভয়ে কয়েক হাজার কয়লাবোঝাই গাড়ি বাংলায় না ঢুকে অসম সীমানা থেকেই ফিরে যায়। জেলা পুলিশের একটি দল অসম গিয়ে দেখা করে জুওলজি ও মাইনিং ডিপার্টমেন্টের ডিরেক্টরের সঙ্গে । এই কয়লা যে বেআইনিভাবে যাচ্ছে তা বলা হয়। এর ফলে কোল ইন্ডিয়া এক প্রকার বাধ্য হয়ে যোগাযোগ করে আলিপুরদুয়ার জেলা পুলিশের সঙ্গে। এবং পরবর্তীতে জেলা পুলিশের সঙ্গে সমন্বয় গড়ে তোলে। কোল ইন্ডিয়ার পাঠানো তথ্যের ভিত্তিতে কয়লা বোঝাই গাড়ি যাচাই করে বাংলায় প্রবেশের অনুমতি দিচ্ছে রাজ্য পুলিশ। এই প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার বলেন,‘‘আগে কোনও বৈধ কাগজ ছাড়াই কয়লা আসাম থেকে এই রাজ্য হয়ে বিভিন্ন জায়গায় যেত। এখন কোল ইন্ডিয়া আমাদের সঙ্গে সমন্বয় করে বৈধ কাগজপত্রে কয়লা পাঠাতে শুরু করেছে।”