নবনীতা মন্ডল, নয়াদিল্লি : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রেলের বরাতে সংকট৷ চলতি বছরে মোদি সরকার এক ডজনেরও বেশি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার যে পরিকল্পনা নিয়েছিল তা এখন অথৈ জলে৷ জানা গিয়েছে, ইউক্রেনের এক সংস্থাকে ১৬ মিলিয়ন ডলারের বিনিময়ে বন্দে ভারত এক্সপ্রেসের জন্য ৩৬ হাজার চাকার বরাত দিয়েছিল কেন্দ্র সরকার।
আরও পড়ুন-বিজেপিকে পালটা দিল এনসিপি
ক্রেডিট লেটারের মাধ্যমে সেই অর্থও দেওয়া হয়েছে। কিন্তু যুদ্ধের আবহে তৈরি হওয়া অনিশ্চয়তায় এখনও পর্যন্ত বরাত দেওয়া চাকার কোনও কিস্তিই ভারতে এসে পৌঁছয়নি। প্রসঙ্গত ইউক্রেন হল এই ধরনের চাকা তৈরির ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম সরবরাহকারীদের মধ্যে অন্যতম। উল্লেখ্য, আগামী মাসেই দুটি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল হওয়ার কথা৷ এই পরিস্থিতির কথা মাথায় রেখেই উৎপাদন সংস্থার সঙ্গে কথা বলে আপাতত ১২৮টি চাকা আমদানি করার তোড়জোড় শুরু হয়েছে৷ সিদ্ধান্ত হয়েছে, প্রথমে ইউক্রেন থেকে সড়কপথে রোমানিয়া এবং তারপর এয়ারলিফট করে চাকাগুলি ভারতে নিয়ে আসা হবে