নয়াদিল্লি, ২৫ এপ্রিল : আইপিএলের পরেই পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আগেই জানিয়ে দিয়েছে বিসিসিআই (BCCI)। বোর্ড সূত্রের খবর, যদি দেশের করোনা পরিস্থিতির কোনও অবনতি না হয়, তাহলে ওই সিরিজ হতে পারে বায়ো বাবল ছাড়াই।
করোনা অতিমারিতে বায়ো বাবল ক্রিকেটারদের জীবনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। গত দু-আড়াই বছর ধরে হোম কিংবা অ্যাওয়ে প্রতিটি সিরিজই হয়েছে বায়ো বাবল বা জৈব সুরক্ষা বলয়ের ঘেরাটোপে। তবে এই মুহূর্তে দেশে করোনা সংক্রংমণের হার অনেকটা কমে যাওয়ায়, দক্ষিণ আফ্রিকা সিরিজ বায়ো বাবল মুক্ত করার পরিকল্পনা রয়েছে বোর্ডের।
আরও পড়ুন – অভিযোগ-মুক্ত স্মিথ
প্রসঙ্গত, ২৯ মে আইপিএল ফাইনাল। তার পর জুন মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ। ৯ জুন শুরু হয়ে যা শেষ হবে ১৯ জুন। এই পাঁচ ম্যাচের ভেনু যথাক্রমে দিল্লি, কটক, বিশাখাপত্তনম, রাজকোট এবং বেঙ্গালুরু।
বিসিসিআই (BCCI) আগেই ঘোষণা করেছিল, কোচবিহার ট্রফি এবং মেয়েদের চ্যালেঞ্জার্স ট্রফি হবে কোনও বায়ো বাবল ছাড়াই। এরপর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজও যদি শেষ পর্যন্ত বায়ো বাবল ছাড়াই হয়, সেক্ষেত্রে রঞ্জি ট্রফির নকআউট পর্বের ম্যাচগুলোয় বায়ো বাবল মুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা থাকছে।