বিশিষ্ট লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শিব কুমার রাই -এর জন্মদিবসে শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিব কুমার রাই (Shiva kumar Rai) -কে শুভেচ্ছা বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শিব কুমার রাই (Shiva kumar Rai) ১৯১৯ সালের ২৬ এপ্রিল সিকিমের রেনক-এ জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ধোজবীর রায় ছিলেন পোস্ট-মাস্টার এবং এই পিতার পদের ক্রমাগত বদলির কারণে, শিব কুমার রাই প্রাথমিকভাবে বাড়িতেই তাঁর প্রাথমিক পাঠ গ্রহণ করেন। কারসিয়ং আসার পরই তার নিয়মিত লেখাপড়া হয়। রাই কারসিয়ং-এর পুষ্পরানি মিডল স্কুলে এবং পরে দার্জিলিং-এর দার্জিলিং গভর্নমেন্ট স্কুলে তার স্কুলে পড়াশোনা করেন, যেখানে তিনি ধর্নিধর শর্মা, সূর্য বিক্রম গাওয়ালি এবং পরশমণি প্রধানের মতো উল্লেখযোগ্য শিক্ষকদের সাথে দেখা করেন। তিনি ১৯৩৭ সালে মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি তাঁর বিএ পাশ করেন।
আরও পড়ুন – সেরা পঞ্চায়েত পুরস্কার – জয় পরপর পাঁচবার, রাষ্ট্রীয় স্বীকৃতি ইলামবাজারের
সেন্ট জোসেফ কলেজ, দার্জিলিং থেকে ১৯৩৯ সালে এবং ১৯৪১ সালে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক হন তিনি। কলেজ শেষ করার পর ১৯৪২ সালে শিব কুমার রাই বিশ্বযুদ্ধের বার্মিজ উদ্বাস্তুদের সাহায্য করার জন্য গঠিত একটি কমিটি বার্মা সরনারথি মুক্তি সমিতির সম্পাদক হন। এই সময়ে তিনি বার্মা থেকে বহু নেপালি উদ্বাস্তুর সংস্পর্শে আসেন। তাদের সাথে কথোপকথনের সময়, তিনি তাঁদের জীবনের অস্থিরতার কথা লেখা শুরু করেন, যা ১৯৫৭ সালে প্রকাশিত তার বিখ্যাত উপন্যাস ডাক বাংলায় রূপ নেয়।
লেখার পাশাপাশি শিব কুমার রাই রাজনীতিতে খুব সক্রিয় ছিলেন। সর্বভারতীয় গোর্খা লীগের সাথে যুক্ত ছিলেন তিনি। ১৯৪৮ সালে তিনি পূর্ববর্তী জোরেবাংলো নির্বাচনী এলাকা থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধায়ক হিসেবে নির্বাচিত হন। তিনি ১৯৫২ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের ডেপুটি শ্রমমন্ত্রী ছিলেন।