সেরা পঞ্চায়েত পুরস্কার – জয় পরপর পাঁচবার, রাষ্ট্রীয় স্বীকৃতি ইলামবাজারের

Must read

দেবর্ষি মজুমদার, রামপুরহাট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা রাজ্যেই উন্নয়নের জোয়ার। তার স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে কেন্দ্র সরকারও। তারই অন্যতম উদাহরণ বীরভূমের ইলামবাজার পঞ্চায়েত। তারা নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার পেল, এই নিয়ে পর পর পাঁচবার। আগেই বীরভূম (Birbhum) জেলা পরিষদ তিন-তিনবার কেন্দ্র সরকারের কাছ থেকে পুরস্কার ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। স্বাধীনতার ৭৫ বৎসর পূর্তিতে সারা দেশের সঙ্গে রাজ্যের তিনটি জেলা হাজির থাকবে। তার মধ্যে বীরভূম (Birbhum) অন্যতম। সেরা জেলা হিসেবে এক লক্ষ টাকা পুরস্কারও পেয়েছে তারা।

রবিবার ইলামবাজারে জাতীয় পঞ্চায়েতিরাজ দিবস পালন ও নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার উদযাপন হয় ইলামবাজারে। অনুষ্ঠানে ছিলেন ইলামবাজার গ্রামপঞ্চায়েত, বীরভূম জেলা প্রশাসন ও ইলামবাজার ব্লক। ছিলেন বিডিও জসিমুদ্দিন মণ্ডল, জেলা সমন্বায়ক জয়া পাণ্ডে, প্রধান মালতী বিশ্বাস, কৃষি কর্মাধ্যক্ষ সুদর্শন ভট্টাচার্য, ডিপিআরডিও পার্থ কর্মকার, এডিএম কৌশিক সিংহ এবং মন্ত্রী চন্দ্রনাথ সিংহ প্রমুখ।

আরও পড়ুন – পঞ্চায়েতস্তরে আনন্দধারা এগোবে আরও দ্রুততায়

চন্দ্রনাথ বলেন, বিভিন্ন ক্ষেত্রে দশটি শর্ত আছে। সেগুলো পূরণ করতে সক্ষম হয়েছে ইলামবাজার পঞ্চায়েত। আমরা গর্বিত। পুরস্কার প্রথমবার লক্ষ্ণৌ থেকে নিয়ে এসেছিলেন প্রয়াত প্রধান কৃষ্ণকান্ত হাজরা। এইবার নিয়ে পরপর পাঁচবার রাষ্ট্রীয় পুরস্কার বা স্বীকৃতি পাওয়ার গৌরব অর্জন করল ইলামবাজার পঞ্চায়েত।

জেলা পরিষদ সভাধিপতি বিকাশ রায়চৌধুরি বলেন, এক সময়ের পিছিয়ে-পড়া জেলা এখন এগিয়ে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সারা দেশের সঙ্গে রাজ্যের তিনটি জেলা হাজির থাকবে। তার মধ্যে বীরভূম অন্যতম। সেরা জেলা হিসেবে এক লক্ষ টাকা পুরস্কারও পেয়েছে বীরভূম। ইলামবাজার তৃণমূল ব্লক সভাপতি ফজলুর রহমান বলেন, আমরা গর্বিত। উন্নয়নের স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে কেন্দ্র।

Latest article