সংবাদদাতা, পুরুলিয়া : জ্বলছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান। আজ থেকে যুক্ত হচ্ছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম। আলিপুর আবহাওয়া দফতর আজ, বুধবার থেকে আগামী তিনদিন এই সাত জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আরও পড়ুন-বন্যার আগাম প্রস্তুতিতে বৈঠক আলিপুরদুয়ারে
আজ থেকে ক্রমান্বয়ে তিনদিন তাপমাত্রা বাড়বে। হলুদ সতর্কতার আওতায় চলে আসবে রাঢ়বঙ্গ। সাত জেলাতেই আগামী তিনদিন তাপমাত্রা ৪৫ ডিগ্রি অবধি পৌঁছতে পারে। ২৯ তারিখের পর পরিস্থিতি বদলের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, প্রচণ্ড রোদে বেশিক্ষণ থাকলে নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে। সেজন্য এই কয়দিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি বাইরে না বেরোনোই ভাল। হঠাৎ শরীরে কোনও সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ইতিমধ্যেই প্রচণ্ড গরমের জন্য স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার ভাবনাচিন্তা শুরু করেছে প্রশাসন।
আরও পড়ুন-সব মিলিয়ে এক লাখ ছেলেমেয়ের কর্মসংস্থান হবে, চাকরিমেলায় ব্যাপক সাড়া
দক্ষিণবঙ্গের তিন জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ শুরু হয়েছে রবিবার থেকে। সেদিন থেকেই জেলা প্রশাসন সতর্কতা জারি করে দিয়েছে। নিয়মিত পরিস্থিতির খোঁজ রাখছেন জেলাশাসকরা। তবে আশার কথা, প্রশাসন সতর্ক থাকায়, এত গরমেও কোথাও পানীয় জলের সমস্যা হয়নি।