বন্যার আগাম প্রস্তুতিতে বৈঠক আলিপুরদুয়ারে

গ্রীষ্মের প্রবল দাবদাহে মানুষ যখন নাজেহাল, তখন বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ শুরু করলেন আলিপুরদুয়ারের জেলাশাসক।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : গ্রীষ্মের প্রবল দাবদাহে মানুষ যখন নাজেহাল, তখন বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ শুরু করলেন আলিপুরদুয়ারের জেলাশাসক। কারও কাছে ব্যাপারটা বিসদৃশ ঠেকলেও, সকলেই এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। কারণ গরম কাটতে কাটতে না কাটতেই নামবে বর্ষা। আর এটা সবার জানা যে প্রতি বছরই প্রবল বৃষ্টির কবলে পড়ে পুরো ডুয়ার্স।

আরও পড়ুন-সব মিলিয়ে এক লাখ ছেলেমেয়ের কর্মসংস্থান হবে, চাকরিমেলায় ব্যাপক সাড়া

বিশেষ করে আলিপুরদুয়ার জেলায় প্রতি বছর বর্ষার সময় বিভিন্ন জায়গায় বন্যা দেখা দেয়। সে জন্য বন্যার আগাম প্রস্তুতি হিসেবেই মঙ্গলবার জেলার প্রায় সমস্ত দফতরের সঙ্গে সমন্বয় বৈঠকে বসেন জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা। বন্যার আগাম প্রস্তুতি হিসেবে সমস্ত দফতরকে তিনি সমস্ত বিষয়ের উপরে নজর দিতে বলেন। বিশেষ করে সেচ, বন এবং স্বাস্থ্য দফতরকে সম্পূর্ণভাবে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। বন্যারোধে যে সমস্ত ব্যবস্থা নেওয়ার সমস্ত কিছুই প্রস্তুত রাখতে বলেন তিনি।

আরও পড়ুন-‘সুকান্ত বলেছেন বিজেপি ক্ষমতায় আসতে প্রস্তুত নয়, একথা তো আমরা আগেই বলেছি’ তোপ কুণাল ঘোষের

পাশাপাশি বন্যার ত্রাণসামগ্রী ঠিকভাবে মজুত রাখারও নির্দেশ দেন জেলাশাসক। জেলাশাসক সুরেন্দ্রকুমার জানান, প্রতি বছরই আলিপুরদুয়ার জেলায় কোথাও না কোথাও বন্যা হয়, সেটিকে নজর রেখে সমস্ত দফতরের সঙ্গে সমন্বয় রক্ষা করার জন্য এবং বন্যা প্রতিরোধে আগাম প্রস্তুতির জন্যই জেলা প্রশাসনের এই বৈঠক।

Latest article