‘সুকান্ত বলেছেন বিজেপি ক্ষমতায় আসতে প্রস্তুত নয়, একথা তো আমরা আগেই বলেছি’ তোপ কুণাল ঘোষের

এদিন কুণাল ঘোষ বলেন, 'জনগণের কাছে যাওয়ার জায়গা নেই। দল থেকে মানুষ থেকে বিচ্ছিন্ন। তাই কোর্টেই যাবেন। ছবি তোলার জন্য এসব করছে।

Must read

বিজেপির বিকাশ ভবন অভিযান নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি এদিন সাংবাদিক বৈঠকে বলেন, ‘আজকের বিকাশভাবন অভিযান সুকান্তবাবুর অভিযান দিলীপ বাবুদের প্রতি। জলকামান আছে স্নানটান করলেন। যারা ব্যাপক দুর্নীতির নায়ক তাদের এসব মানায় না। এরা তো সব মিলিয়ে ১২০ জন মতো গিয়েছিলেন৷ এদের কোনও জোর নেই তাই গা জোয়ারি করে দেখাতে হবে তারা আছেন। বিজেপর আইডেনটিটি ক্রাইসিস এখন তাই এসব করতে হচ্ছে । সরকারের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। সুকান্তবাবুর জমানা মানেই শুধু হার। দিলীপবাবু রোজ বলছেন।’

আরও পড়ুন-উত্তর প্রদেশের প্রয়াগরাজের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিল তৃণমূলের ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

এদিন কুণাল ঘোষ বলেন, ‘জনগণের কাছে যাওয়ার জায়গা নেই। দল থেকে মানুষ থেকে বিচ্ছিন্ন। তাই কোর্টেই যাবেন। ছবি তোলার জন্য এসব করছে। কাহি পে নিগাহে কাহি পে নিশানা।’

রাজ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তুলে ধরে বিকাশভবন অভিযানকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, ”যারা ব্যাপম দুর্নীতির নায়ক তাদের এসব মানায় না। সুকান্তবাবু আগে ব্যাখা দিন ব্যাপম কেলেঙ্কারিতে কি হয়েছিল? এরা তো সব মিলিয়ে ১২০ জন মতো গিয়েছিলেন৷ এদের কোনও জোর নেই গা জোয়ারি করে দেখাতে হবে তারা আছেন। আসলে ওনারা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন। সুকান্ত বিজেপি বনাম দিলীপ বিজেপি। একটা কর্মসূচি ডাকছে রাজ্যসভাপতি। এই জন্য ওকে অপদার্থ বলে। এই কটা লোক নিয়ে ওখানে যায়?”

আরও পড়ুন-তীব্র গরমে পড়ুয়াদের বাঁচাতে ‘মর্নিং স্কুল’-এর নির্দেশিকা শিক্ষা দফতরের

তিনি আরও বলেন, ‘কাঁথি পুরসভাঃ কোর্ট এর বিষয় তাই কিছু বলব না। কিন্ত এটুকু বলব ত্রিপুরাতে এটা হলো না কেন। ওখানে বার বার বলা সত্ত্বেও দেয়নি৷ বিজেপি যেখানে টিকতে পারছে না সেখানে সিবিআইকে দিয়ে দেওয়া হচ্ছে। একটি মামলায় মেদিনীপুরের ১২১ জনকে ডাকছেন। গণতন্ত্রের ষষ্ঠীপুজো করছেন। এজেন্সি দিয়ে অপদস্ত করছে। জঙ্গলমহল রক্তাক্ত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার পরিস্থিতি ফিরিয়ে এনেছে। ডিসটার্ব করার চেষ্টা হচ্ছে।’

এদিন প্রয়াগরাজ নিয়েই মুখ খোলেন তিনি। তিনি বলেন, ‘উত্তরপ্রদেশে এক পরিবারের ৫ জন মারা হল। ধর্ষনের অভিযোগ রয়েছে। গোরক্ষপুরে তিনজন মারা হল। কমিশন কী করছে। কেন এখন ডেলিগেশন টিম আসছে না।’

আরও পড়ুন-তীব্র গরমে পড়ুয়াদের বাঁচাতে ‘মর্নিং স্কুল’-এর নির্দেশিকা শিক্ষা দফতরের

সুকান্তর কথার যৌক্তিকতা নিয়ে তিনি এদিন বলেন, ‘সুকান্ত বলেছেন বিজেপি ক্ষমতায় আসতে প্রস্তুত নয়, একথা তো আমরা আগেই বলেছি। বিলম্বিত বোধদয়। ঠেলার নাম বাবাজি। মুখ থেকে বেরিয়ে যাচ্ছে।’

প্রশান্ত কিশোর নিয়ে তিনি এদিন বলেন, ‘পিকে তিনি যে কংগ্রেস সম্পর্কে যা বলেছেন তাতে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এর সঙ্গে টিএমসির কোনও সম্পর্ক নই। আইপ্যাকের সঙ্গে কিছু কাজ করছি। পিকেকে নিয়ে আলাদা কোনও বক্তব্য নেই।’

Latest article