সংবাদদাতা, বাঁকুড়া : তীব্র দহনে পুড়ছে জেলা শহর-সহ জেলার বিভিন্ন অংশ। সকাল থেকেই গরমে নাভিশ্বাস মানুষের। বেলা ১২টা নাগাদ জেলার তাপমাত্রা মঙ্গলবার পেরিয়ে যায় ৪০-এর পারদ। বেলা ১১টা থেকেই এলাকার সব রাস্তাঘাট শুনশান। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। সমস্যায় পড়তে হচ্ছে জেলায় বিভিন্ন কাজেকর্মে আসা মানুষদের।
আরও পড়ুন-নামছে জলস্তর, ক্ষুদ্র সেচে জোর দিল কৃষি দফতর
পথেঘাটে লোকজন একেবারেই কমে যাওয়ায় সমস্যায় পড়ছেন পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত খেটে খাওয়া মানুষজন। দরকারে বাইরে বেরোতে হলে শরীর ঢেকে বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সঙ্গে জল রাখতে ও ছাতা ব্যবহার করতে বলছেন তাঁরা। এর ফলে তাপের আঁচ কাটানো যাবে, কমবে হিট স্ট্রোক, সান স্ট্রোকের মতো হঠাৎ ছোবল। তবে মূল সমাধান বৃষ্টি। কখন আকাশে মেঘ ঘনিয়ে নামবে শান্তির ধারাবারি, মিলবে তীব্র গরমের প্রকোপ থেকে স্বস্তি, তারই আশায় আকাশের দিকে তাকিয়ে সময় গুনছেন জেলার মানুষ।