জেলার মডেল সুন্দরবনের মহিলা সমবায় ‘সুন্দরিণী’

জেলাশাসক পি উলগানাথন বলেন, ‘‘আমরা জেলায় সুন্দরিণী সমবায়কে মডেল হিসেবে তুলে ধরতে চাই। সুন্দরবনের মহিলারা গোটা রাজ্যকে পথ দেখাবেন।’’

Must read

সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা : শহরে চালু হল সুন্দরবনের মহিলাদের পরিচালিত সমবায় বিপণি ‘সুন্দরিণী’র আরও একটি আউটলেট। মঙ্গলবার আলিপুর জেলাশাসকের কার্যালয়ের পাশে তৈরি নতুন এই আউটলেটটির উদ্বোধন করা হল। অনুষ্ঠানে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, জেলাশাসক পি উলগানাথন, সংস্থার এমডি অম্বিকাপ্রসাদ মিশ্র-সহ অন্যরা। আলিপুরের সুন্দরিণীর এই আউটলেটটি হল অষ্টম।

আরও পড়ুন-গরমে হাঁসফাঁস বাঁকুড়া স্বস্তির বৃষ্টির অপেক্ষায়

নিউটাউন মিষ্টি হাব, সল্টলেক, দমদম, সার্ভে পার্ক, দক্ষিণাপন, কলকাতা বিমানবন্দর এবং হালতুতে রয়েছে আগের সাতটি আউটলেট। এই আউটলেটে মিলবে ই-কমার্স সাইট, অনলাইনে হোম ডেলিভারিও। এই মুহূর্তে পাওয়া যাবে ১০০টি পণ্য। উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, পাথরপ্রতিমা, নামখানা-সহ সুন্দরবনের ৭টি ব্লকের ৫ হাজার মহিলাকে নিয়ে এই দুগ্ধ সমবায় ‘সুন্দরিণী’র পথ চলা শুরু। ধীরে ধীরে সুন্দরবনের ঘি, মধু, জৈব ফসলের বিপণন শুরু করে সংস্থা। পরবর্তী কালে রাজ্য সরকার আর্থিক সাহায্য করে মহিলাদের এই সমবায় সংস্থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ‘সুন্দরিণী’র প্রসারে বিশেষ উদ্যোগ নেন।

আরও পড়ুন-নামছে জলস্তর, ক্ষুদ্র সেচে জোর দিল কৃষি দফতর

ফলে উৎসাহ বাড়তে থাকে মহিলাদের মধ্যে। গত বছর থেকে দই, মিষ্টি, পিঠে, পায়েস ও স্ন্যাক্স বিপণন শুরু হয় এঁদের স্টলে। ‘সুন্দরিণী’র পণ্য ক্রমে জনপ্রিয় হতে শুরু করে মানুষের মধ্যে। আলিপুরের আউটলেট উদ্বোধনে মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, ‘‘সুন্দরবনের মহিলারা স্বনির্ভর হচ্ছেন। তাঁদের উৎপাদিত পণ্য মানুষ গ্রহণ করেছে। আগামী দিনে এঁদের শ্রীবৃদ্ধি কামনা করি।’’ জেলাশাসক পি উলগানাথন বলেন, ‘‘আমরা জেলায় সুন্দরিণী সমবায়কে মডেল হিসেবে তুলে ধরতে চাই। সুন্দরবনের মহিলারা গোটা রাজ্যকে পথ দেখাবেন।’’

Latest article