তাপপ্রবাহ না কমলে এগোবে গরমের ছুটি

শিক্ষামন্ত্রী বলেন, আগামী সোম ও মঙ্গলবার পরিস্থিতি দেখে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ এ বছর ২৪ মে থেকে শুরু হওয়ার কথা গরমের ছুটি৷

Must read

প্রতিবেদন : পরিস্থিতির পরিবর্তন না হলে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হতে পারে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইঙ্গিত দিয়েছেন। চলতি পরিস্থিতি নিয়ে বিকাশ ভবনে মঙ্গলবার শিক্ষামন্ত্রী এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, আগামী সোম ও মঙ্গলবার পরিস্থিতি দেখে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ এ বছর ২৪ মে থেকে শুরু হওয়ার কথা গরমের ছুটি৷

আরও পড়ুন-জেলার মডেল সুন্দরবনের মহিলা সমবায় ‘সুন্দরিণী’

এদিন বৈঠক শেষে ব্রাত্য বসু বলেন, ‘‘আগামী সোমবার, মঙ্গলবার পর্যন্ত আমরা দেখে নিতে চাইছি৷ গরম একইরকম থাকলে ছুটি এগিয়ে আনা হতে পারে৷ তবে একটা বিষয় মাথায় রাখা প্রয়োজন, এতদিন স্কুল বন্ধ ছিল। স্বাভাবিক পঠনপাঠন বন্ধ ছিল। সবটাই মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। আজকেও নির্দেশিকা দেওয়া হয়েছে। আগামী সোম, মঙ্গলবার বৃষ্টি সম্ভাবনা আছে।” রাজ্য সরকার প্রাথমিক স্কুলগুলিকে সাধ্যমতো সকালে ক্লাস চালু করা পরামর্শ দিয়েছে। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতর এই মর্মে এক নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জেলা প্রাথমিক স্কুল কাউন্সিল অথবা প্রাথমিক স্কুল কাউন্সিলের অধীনে সমস্ত স্কুলকে যথাসম্ভব সকালে ক্লাস চালু করার চেষ্টা করতে হবে। যাদের পক্ষে সকালে ক্লাস নেওয়া সম্ভব হবে না, তারা বেলায় ক্লাস নিতে পারবেন। তবে সেক্ষেত্রে স্থানীয় স্বাস্থ্য আধিকারিকের পরামর্শ নিতে হবে।

Latest article