বাংলার পাটশিল্প (Jute) ধ্বংসের পথে। এই অভিযোগে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের (INTTUC) তরফে। এমনটাই টুইট করে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)।
ঋতব্রত (Ritabrata Banerjee) লিখেছেন, তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র (INTTUC) তরফে ৪ মে জুট কমিশনার অফিসের সামনে জুট শ্রমিকদের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করছে। বাংলার পাট (Jute) শিল্পকে ধ্বংস করার জন্য কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র ও পরিকল্পনাকে সর্বশক্তি দিয়ে আটকানো হবে।
আরও পড়ুন: ২১ থেকে ৩১ মে পর্যন্ত দুয়ারে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিনই বাংলার পাট শিল্পকে শেষ করে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷ কেন্দ্রের ভুল নীতিতে পাটশিল্প ধ্বংসের পথে চলেছে বলেও মোদি সরকারকে তোপ দাগেন তিনি।