বাংলার পাটশিল্প ধ্বংসের পথে, প্রতিবাদ সভার আয়োজন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের

Must read

বাংলার পাটশিল্প (Jute) ধ্বংসের পথে। এই অভিযোগে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের (INTTUC) তরফে। এমনটাই টুইট করে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)।

ঋতব্রত (Ritabrata Banerjee) লিখেছেন, তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র (INTTUC) তরফে ৪ মে জুট কমিশনার অফিসের সামনে জুট শ্রমিকদের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করছে। বাংলার পাট (Jute) শিল্পকে ধ্বংস করার জন্য কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র ও পরিকল্পনাকে সর্বশক্তি দিয়ে আটকানো হবে।

আরও পড়ুন: ২১ থেকে ৩১ মে পর্যন্ত দুয়ারে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিনই বাংলার পাট শিল্পকে শেষ করে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷ কেন্দ্রের ভুল নীতিতে পাটশিল্প ধ্বংসের পথে চলেছে বলেও মোদি সরকারকে তোপ দাগেন তিনি।

Latest article