সংবাদদাতা, মালদহ : মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাড়ি ফেরেন কাশ্মীরে জঙ্গিদের গুলিতে জখম দুই পরিযায়ী শ্রমিক। তাঁদের চিকিৎসা চলছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্পূর্ণ নিখরচায়। বৃহস্পতিবার কলকাতায় ওই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা সবক্ষেত্রেই রাজ্যের মানুষের পাশে। এসব করা আমাদের কর্তব্য।”
আরও পড়ুন-পাথুরে জমিতে ‘মাটির সৃষ্টি’র নতুন টান বুদ্ধ পার্ক
বস্তুত, সেই প্রেক্ষিতেই শ্রমিকদের চিকিৎসা ব্যবস্থা দেখতে যান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। বৃহস্পতিবার মালদহের মালতীপুরের গুলিবিদ্ধ দুই শ্রমিক আনিকুল হক ও নাজিমুল হকের সঙ্গে দেখা করেন সাবিনা ইয়াসমিন। কথা বলেন ও সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দেন। তিনি জানান,আহত দুই শ্রমিককে সমবেদনা জানানোর পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ-খবর নেন। আইএনটিটিইউসিএর জেলা সভাপতি শুভদীপ সান্যাল আহত শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্য করেন। তারপর তাঁদের বাড়ি ফেরানোর তৎপরতা শুরু করেন বিধায়ক আবদুর রহিম বক্সী। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দুই শ্রমিক মালদহে ফেরেন।