পাথুরে জমিতে ‘মাটির সৃষ্টি’র নতুন টান বুদ্ধ পার্ক

মৎসপালন, ছাগপালন ও শূকরপালনে যাঁরা যুক্ত, মাটির সৃষ্টি প্রকল্পে তাঁদের প্রশিক্ষণ দিয়েছে সরকার। এর ফলে বিকল্প আয়ের পথ খুঁজে পেয়েছেন সেই সব মানুষ।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন রাজ্যের পার্ক বা অন্যান্য বিনোদনের জায়গাগুলো মানুষের কাছে নিষিদ্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ক্রমে সেগুলো সকলের জন্য ফের উন্মুক্ত হয়েছে। পাশাপাশি গড়ে উঠছে নতুন বিনোদনের জায়গাও। যেমন নিতুড়িয়া ব্লক ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে শিশুদের জন্য গড়ে উঠল বুদ্ধ পার্ক। নিতুড়িয়ার গোবাগ কিসান মাণ্ডির পাশে পড়ে থাকা ১০ একর পতিত জমিতে বছর দুয়েক আগে রাজ্য সরকার শুরু করে ‘মাটির সৃষ্টি’ প্রকল্প।

আরও পড়ুন-যুব তৃণমূল থেকে মানুষকে ওআরএস

সেখানেই গড়ে ওঠা এই পার্কে রোজ বিকেলে মহানন্দে সময় কাটাতে পারবে খুদেরা। পার্কটির উদ্বোধন করলেন জেলাশাসক রাহুল মজুমদার। নিতুড়িয়ার বিডিও অজয়কুমার সামন্ত বলেন, ‘মাটির সৃষ্টি’ প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী ভাবনার ফসল। নিতুরিয়ার শিউলিবাড়ি, হাঁসাপাথর এবং গোবাগে হয়েছে এই প্রকল্প। এখানকার পাথুরে মাটিতেও সবুজ বিপ্লব বাস্তবায়িত করে দেখিয়েছে এই সরকার। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা কঠোর পরিশ্রম করে ফসল ফলাচ্ছেন। জেলাশাসক বলেন, পর্যটক টানা বা শিশুদের মনোরঞ্জনই নয়, পার্কটি গড়ে তোলার পিছনে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্দেশ্যও রয়েছে।

আরও পড়ুন-তাপের আঁচ ইদের বাজারে

ফিসারি, গোটারি, পিগারি-সহ চাষবাসেও বহু মানুষ স্বনির্ভর হতে পারবে। পার্ক রক্ষণাবেক্ষণেও কিছু মানুষ কাজ পাবেন। দূরদুরান্তের পর্যটকরা ঘুরতে আসার ফলে এলাকার মানুষজন অর্থনৈতিকভাবেও উপকৃত হবেন। মৎসপালন, ছাগপালন ও শূকরপালনে যাঁরা যুক্ত, মাটির সৃষ্টি প্রকল্পে তাঁদের প্রশিক্ষণ দিয়েছে সরকার। এর ফলে বিকল্প আয়ের পথ খুঁজে পেয়েছেন সেই সব মানুষ।

Latest article