রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

সেই উপলক্ষে ২০২২ সালের ১ মে থেকে ২০২৩ সালের ১ মে পর্যন্ত টানা এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।

Must read

২০২২-এর ১লা মে ১২৫ বছর পূর্ণ করবে রামকৃষ্ণ মিশন (Ramkrishna Mission)। সেই উপলক্ষে ২০২২ সালের ১ মে থেকে ২০২৩ সালের ১ মে পর্যন্ত টানা এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। এই মর্মে ভারত সরকারের তরফে সবরকম সাহায্য করা হবে। আজকের এই বিশেষ দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন-রণাঙ্গনে প্রাণ হারালেন ‘ঘোস্ট অফ কিয়েভ’

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন ‘আমি রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষ উদযাপনে সন্ন্যাসীদের এবং ভক্তদের এবং এর সাথে সংযুক্ত সমস্ত ছাত্র সম্প্রদায়কে আমার শুভেচ্ছা জানাই৷ ঠাকুর-মা-স্বামীজীর বাণী আমাদের সকলকে অনুপ্রাণিত করতে থাকুক।

 

Latest article