কর্মী ছাঁটাই!

জানা গিয়েছে, বোর্ড অফ ডিরেক্টর-সহ সংস্থার অন্য কর্মীদের বেতন কমিয়ে মাস্ক ৩০ লক্ষ ডলার সাশ্রয় করার পরিকল্পনা করেছেন।

Must read

সম্প্রতি বিপুল অর্থ খরচ করে ট্যুইটার কিনে নিয়েছেন এলন মাস্ক। কিন্তু এই বিপুল খরচ সামাল দেওয়ার জন্য যে পরিকল্পনা করেছেন তা জেনে অনেকেই আতঙ্কিত হয়েছেন। বিশেষ করে সংস্থার কর্মীরা। সূত্রের খবর, এই বিপুল ব্যয়ভার বহন করতে কর্মী ছাঁটাই থেকে শুরু করে এগজিকিউটিভ বোর্ডের খরচ কমিয়ে আয় বাড়ানোর পরিকল্পনা করেছেন মাস্ক।

আরও পড়ুন-রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

জানা গিয়েছে, বোর্ড অফ ডিরেক্টর-সহ সংস্থার অন্য কর্মীদের বেতন কমিয়ে মাস্ক ৩০ লক্ষ ডলার সাশ্রয় করার পরিকল্পনা করেছেন। খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের কথাও ভাবছেন তিনি। পাশাপাশি কীভাবে আরও বেশি অর্থ আয় করা যায় তা নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন টেসলা কর্তা। জানা গিয়েছে, ট্যুইটার কিনতে মাস্ক বিভিন্ন ব্যাঙ্কের কাছ থেকে ২৫ হাজার ৫০০ কোটি টাকারও বেশি ঋণ নিয়েছেন। তবে ট্যুইটারের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতে না পাওয়া পর্যন্ত কর্মী ছাঁটাইয়ের পথে যাচ্ছেন না মাস্ক।

Latest article