হিন্দি-হুমকি

কিন্তু মনে রাখতে হবে এটা এক দেশ। আমাদের সংবিধানে বলা আছে, ভারত হল হিন্দুস্তান। যার অর্থ হল হিন্দিভাষী মানুষের দেশ।

Must read

যারা হিন্দি ভাষাকে ভালবাসবে না তাদের বিদেশি হিসেবে চিহ্নিত করা হবে। যারা হিন্দি ভাষায় কথা বলবে না তাদের উচিত এ দেশ থেকে চলে যাওয়া। লখনউয়ে চাঞ্চল্যকর মন্তব্য উত্তরপ্রদেশের মৎস্যমন্ত্রী সঞ্জয় নিষাদের। স্বাভাবিকভাবেই বিজেপি সরকারের এই মন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। সঞ্জয় বিজেপির শরিক দল নিষাদ পার্টির বিধায়ক। মন্ত্রী বলেন, যাঁরা ভারতে থাকতে চান তাঁদের অবশ্যই হিন্দিকে ভালবাসতে হবে। কেউ যদি হিন্দিকে ভাল না বাসেন তবে মনে করতে হবে যে ওই ব্যক্তি বিদেশি বা বিদেশি শক্তির সঙ্গে তাঁর যোগ রয়েছে। আমরা প্রতিটি আঞ্চলিক ভাষাকে শ্রদ্ধা করি।

আরও পড়ুন-কর্মী ছাঁটাই!

কিন্তু মনে রাখতে হবে এটা এক দেশ। আমাদের সংবিধানে বলা আছে, ভারত হল হিন্দুস্তান। যার অর্থ হল হিন্দিভাষী মানুষের দেশ। আইন অনুযায়ী হিন্দি হল আমাদের জাতীয় ভাষা। যারা সেই আইন অমান্য করবে তাদের জেলে থাকা উচিত। ওই অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, যাঁরা হিন্দিতে কথা বলবেন না তাঁদের জন্য কিন্তু হিন্দুস্তান নয়। তাঁদের উচিত এই দেশ ছেড়ে অন্য কোনও জায়গায় চলে যাওয়া। নিষাদ পার্টির প্রধান আরও বলেন, কিছু লোক হিন্দি ভাষা বলতে লজ্জা পায়। তারা হিন্দি নিয়ে বিতর্ক তৈরি করে অহেতুক পরিবেশটাই কলুষিত করছে। যোগীরাজ্যের মন্ত্রীর হিন্দি-হুমকিতে নিন্দার ঝড়।

Latest article