ফের গণধর্ষণ যোগীরাজ্যে (Uttar Pradesh)। অভিযোগ, ৩০ বছর বয়সী মহিলাকে গণধর্ষণ (Gangrape) করা হয়েছে। অভিযোগ রয়েছে পাঁচজনের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, গণধর্ষণের একটি ভিডিও রেকর্ড করা হয়েছিল এবং সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।
Under @myogiadityanath's watch, the worst crimes against women remain unchecked! Is the National Commission for Women sleeping? Is @India_NHRC sleeping?
Grave human rights violations in @BJP4India ruled Uttar Pradesh. SHAME.https://t.co/FTXPXn3vsa
— All India Trinamool Congress (@AITCofficial) May 1, 2022
ধর্ষণের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শাহজাহানপুরে (Shahajahanpur)। ধর্ষিতার অভিযোগ, ২২ এপ্রিল তাঁকে পাঁচজন লোক বাড়ির বাইরে অন্য একটি ঘরে টেনে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে। ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে শনিবার গণধর্ষণের (Gangrape) একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার (Additional SP Sanjay Kumar) জানিয়েছেন, বিষয়টির তদন্ত চলছে।
অভিযোগ উঠেছে, ধর্ষণের ভিডিও রেকর্ড করা হয়েছে এবং এক সপ্তাহ পর সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এএসপি জানিয়েছেন, অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ চলছে।
আরও পড়ুন: কর্মী ছাঁটাই!
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) টুইটার হ্যান্ডেল এ একটি টুইট করে বলা হয়েছে, যোগী আদিত্যনাথের সময় কালে মহিলাদের সঙ্গে সবচেয়ে জঘন্য অপরাধগুলি ঘটছে! জাতীয় মহিলা কমিশন কি ঘুমিয়ে আছে? জাতীয় মানবাধিকার কমিশন কি ঘুমাচ্ছে? বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন। লজ্জা।”