মণীশ কীর্তনীয়া, নয়াদিল্লি: বিজেপিতে (BJP) থেকে যে আসলে কোনও কাজই করা যাবে না, বিজেপি যে বাংলা ও বাংলার (West Bengal) মানুষদের নিয়ে মোটেই ভাবিত নয় সেটা এতদিনে হাড়ে হাড়ে বুঝেছেন বিজেপির সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। বলা ভাল, তাঁর জ্ঞানচক্ষু খুলেছে। তিনি মনেপ্রাণে ফিরতে চাইছেন তাঁর পুরনো দল তৃণমূল কংগ্রেসে। যে দল তাঁকে রাজনৈতিক পরিচিতি দিয়েছে, প্রতিষ্ঠা দিয়েছে। তিনি ও তাঁর পরিবারের লোকজন সাংসদ- বিধায়ক-কাউন্সিলর হয়েছেন। আজকের যে অর্জুন সিং তিনি হয়েছেন তা হয়েছেন তা তৃণমূল কংগ্রেস ও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) দৌলতেই। এখন বিজেপিতে অর্জুনের (Arjun Singh) দমবন্ধ হয়ে আসছে। সুকান্ত বিজেপি-দিলীপ বিজেপি- লোডশেডিং বিজেপির মাঝে পড়ে আদতে বাংলায় দিশাহারা বঙ্গ বিজেপি। আরও দিশাহারা অর্জুনের মতো সাংসদ- বিধায়ক-নেতারা। তাই অর্জুনের এখন মন বলছে এই বিজেপি আর না। আর দলবদলেও তিনি কোনও অপরাধ দেখছেন। তাই পাট শিল্পকে সামনে ঢাল করে এবার তাই তৃণমূল কংগ্রেসে ফেরার পথ মসৃণ করতে চাইছেন অর্জুন। শনিবার রাতে দিল্লি এসেছেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে দেখা করতে। প্রায় দেড় ঘণ্টা পাট শিল্প নিয়ে আলোচনা হয়েছে বলে এদিন তিনি নিজেই জানালেন। তাতেও যে বিশেষ চিঁড়ে ভিজেছে তাও নয়।
আরও পড়ুন: অপরাধীর মনের কথা বলে দেয় ‘দ্য রেপিস্ট’