গরম পড়তেই দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না দিল্লিতে (Delhi Power Crisis)। লোডশেডিংয়ের কারণে তিতিবিরক্ত হয়ে উঠেছেন দিল্লির মানুষ। দিল্লিবাসীর দাবি, তাঁদের বিনামূল্যে ল্যাপটপ ও বিদ্যুতের প্রয়োজন নেই। বরং ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুক কেজরিওয়াল সরকার। প্রবল গরমে একদিকে বিদ্যুতের চাহিদা বেড়েছে। অন্যদিকে কয়লার মজুত কমে আসায় বিদ্যুৎ উৎপাদনে সমস্যা দেখা দিয়েছে। এর ফলে লোডশেডিং হচ্ছে। কিন্তু কেজরি সরকারের এ ধরনের যুক্তি শুনতে নারাজ দিল্লির (Delhi Power Crisis) বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ক্ষমতায় আসার সময় কেজরিওয়াল বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন সারাদিনে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না। ফলে ৫০ ইউনিট বিদ্যুৎও খরচ হচ্ছে না। বেদপ্রকাশ শ্রীবাস্তব নামে এক ব্যক্তি দাবি করেছেন, সরকার তাঁদের থেকে বিদ্যুৎ মাশুল বুঝে নিক। পরিবর্তে তাঁদের ২৪ ঘণ্টা নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করুক।
আরও পড়ুন: বিজেপিতে থাকলে দম বন্ধ হয়ে যাবে