অন্তর্দ্বন্দ্বে জর্জরিত গেরুয়া

Must read

প্রতিবেদন : ফের তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) নিশানায় গেরুয়া শিবির (Bharatiya Janata Party)। রবিবাসরীয় দুপুরে দুটি ভিডিও বার্তায় রাজ্য বিজেপিকে ধুয়ে দিয়েছেন তিনি। সরাসরি বিজেপিকে ‘জনবিচ্ছিন্ন’ আখ্যা দিয়ে কুণাল বলেন, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি। আগে ছিল আদি-তৎকাল-পরিযায়ী। এখন আবার যোগ হয়েছে ‘সুকান্ত বিজেপি’, ‘দিলীপ বিজেপি’। তাদের নিজেদের অন্তর্দ্বন্দ্বের ফলেই বাংলায় ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। বিজেপির কর্মসূচিকে তীব্র কটাক্ষ করে কুণাল বলেন, ২০২১-এ ভরাডুবি হয়েছে বিজেপির। তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল। আর সেই ভরাডুবির বর্ষপূর্তি পালনে উদ্যোগ নিয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। নিজেদের গড় বলে আসানসোলকে দাবি করত গেরুয়া শিবির। লোকসভা উপনির্বাচনের রেকর্ড ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী। বালিগঞ্জ উপনির্বাচনেও বিজেপি প্রার্থীর জামানত জব্দ হয়েছে। এর কারণ মানুষের পাশে বিজেপি থাকে না। তারা জনবিচ্ছিন্ন বলে অভিযোগ করেছেন কুণাল। একই সঙ্গে বারাসতে বিজেপির সাংগঠনিক জেলা থেকে ১৫ জন সদস্যের ইস্তফা প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, এটা বিজেপির দলীয় বিষয়। তবে যাঁরা কোনও সময়ে বিভ্রান্ত হয়ে বিজেপিতে গিয়েছিলেন, এখন তাঁরা দলের স্বরূপ বুঝতে পেরে বেরিয়ে আসতে চাইছেন। বিজেপিতে কোনও শুভবুদ্ধিসম্পন্ন মানুষ টিকে থাকতে পারে না। অনেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছেন। অনেকে আবার নিজেদের গুটিয়ে নিয়েছেন বিজেপির কর্মসূচি থেকে। বিজেপির (Bharatiya Janata Party) সাংসদের এমন অবস্থা যে বাংলার জন্য দরবার করে নিজেদের কেন্দ্রীয় নেতৃত্বের থেকে দাবি আদায় করতে পারছেন না। বাধ্য হয়ে আর্জি জানাতে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কাছে। এই পরিস্থিতিতে শুভবুদ্ধিসম্পন্ন কেউই রাজ্য বিজেপিতে থাকতে পারবে না বলেই তীব্র আক্রমণ করেছেন কুণাল ঘোষ।

আরও পড়ুন: বিজেপিতে থাকলে দম বন্ধ হয়ে যাবে

Latest article