প্রতিবেদন : দায়িত্ব নিয়েই ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) সংস্কারে জোর দিলেন নতুন সেনাপ্রধান মনোজ পাণ্ডে (New Army Chief Manoj Pande)। রবিবার দেশের নতুন সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর অপারেশনাল এবং কার্যকরী দক্ষতা বাড়ানোর জন্য সংস্কার ও পুনর্গঠনের প্রয়োজন আছে। এই বিষয়ে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন। দেশের নতুন সেনাপ্রধানকে (New Army Chief Manoj Pande) এদিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার (Guard of Honour) দেওয়া হয়। সেখানেই নতুন সেনাপ্রধান বলেন, ভূ-রাজনৈতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে। এই মুহূর্তে সেনাবাহিনীর সামনেও অনেক চ্যালেঞ্জ রয়েছে। বাহিনীর বিভিন্ন বিভাগের মধ্যে আরও বেশি সমন্বয় গড়ে তুলে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। সবার আগে দেশের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করা দরকার। আমার পূর্বসূরিরা যে কাজ শুরু করেছিলেন সেই কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব বর্তেছে আমার কাঁধে। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে গেলে বাহিনীর আধুনিকীকরণের প্রয়োজন। একই সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা মোকাবিলায় বাহিনীকে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। বাড়াতে হবে সেনার সংখ্যা। আজকে প্রায় সব দেশের হাতেই রয়েছে অত্যাধুনিক ও শক্তিশালী যুদ্ধাস্ত্র। দেশের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে আমাদেরও একই ধরনের যুদ্ধাস্ত্র মজুত করতে হবে। সেনাবাহিনীতে নতুন প্রযুক্তির অন্তর্ভুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য সেনাবাহিনীতে সংস্কার প্রয়োজন। শুধু বর্তমানের কথা ভাবলে চলবে না। ভবিষ্যৎ নিয়ে সবার আগে চিন্তা করতে হবে। ভবিষ্যতের জন্য বাহিনীকে তৈরি থাকতে হবে।
আরও পড়ুন: বেলাগাম লোডশেডিং