প্রতিবেদন : আবার সাফল্যের মুকুট বাংলার (West Bengal)। অনেক রাজ্যকে পিছনে ফেলে এগিয়ে গেল পশ্চিমবঙ্গ। নয়া আর্থিক বছরের প্রথম মাসে রেকর্ড জিএসটি (GST) আদায় করল পশ্চিমবঙ্গ। শুধুমাত্র এপ্রিল মাসেই ৫,৬৮৮ কোটি টাকা জিএসটি আদায় করেছে রাজ্য। গত মার্চ মাসের তুলনায় প্রায় ১২০০ কোটি টাকা বেশি। বলার অপেক্ষা রাখে না, একদিকে যখন বাংলায় বিনিয়োগ আনতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করছে রাজ্য সেখানে বাংলার বাণিজ্য ক্ষেত্র ও আর্থিক লেনদেনে এই সাফল্য যে শিল্প মহলকে আরও উৎসাহ দেবে তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এই রেকর্ড পরিমাণ জিএসটি আদায়ের ফলে ‘এলিট ক্লাবে’ পদার্পণ করেছে পশ্চিমবঙ্গ।
আরও পড়ুন: তরুণী খুনের সাড়ে তিন ঘণ্টার মধ্যেই ধৃত খুনি
প্রসঙ্গত, দেশের যে সকল রাজ্য (West Bengal) একমাসে সাড়ে ৫ হাজার কোটি টাকার বেশি জিএসটি (GST) আদায় করে থাকে তাদের দেশের রাজস্ব সংগ্রহে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ২০২১ সালের এপ্রিলে বাংলায় এই অঙ্ক ছিল ৫,২৩৬ কোটি টাকা। সেখানে গত মাসে পূর্ণ রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্র, গুজরাত, হরিয়ানা, উত্তরপ্রদেশ, কর্নাটক এবং তামিলনাড়ুর পাশাপাশি সাড়ে ৫ হাজার কোটি টাকার বেশি জিএসটি আদায়ের গণ্ডি পেরিয়েছে পশ্চিমবঙ্গও। এদিকে বাংলার পাশাপাশি গোটা দেশেও মোট জিএসটি আদায়ের পরিমাণ এই প্রথম দেড় লক্ষ কোটি টাকার সীমানা ছাড়িয়ে গেল। গত মাসে এই খাতে আয় হয়েছে ১ লক্ষ ৬৮ হাজার কোটি টাকা। যা দেশের অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ।