পার্টি-বিতর্কে রাহুল, পাল্টা তোপ কংগ্রেসের

Must read

প্রতিবেদন : রাহুল গান্ধী (Rahul Gandhi) নেপালে নাইটক্লাবে ফুর্তি করছেন। বিজেপির তরফে একটি ভিডিও পোস্ট করে এই দাবিই করা হল। যা নিয়ে স্বভাবতই সরগরম দিল্লির রাজনীতি। বিজেপির মুখপাত্র অমিত মালব্যের পোস্ট করা ট্যুইটে দেখা যাচ্ছে, একটি নাইট ক্লাবে কংগ্রেস সাংসদ রাহুল। চারপাশে ডিস্কো আলোর ঝলকানি। জোরে গান বাজছে। সেই গানের সঙ্গে তাল মিলিয়ে নাচানাচিও চলছে। কোনও এক মহিলার পাশে রাহুল দাঁড়িয়ে। ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। অমিত মালব্যের কটাক্ষ, মুম্বইয়ে যখন লকডাউন ছিল তখন রাহুল গান্ধী (Rahul Gandhi) নাইট ক্লাবে ছিলেন। যখন তাঁর দলের বিস্ফোরক পরিস্থিতি, তখনও তিনি নাইটক্লাবেই।

আরও পড়ুন: জিএসটি আদায়ে রেকর্ড বাংলার

কংগ্রেসের তরফে বিজেপির এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। দলের বক্তব্য, সোমবার নিজের সাংবাদিক বন্ধু সুমনিমা উদাসের বিয়ে উপলক্ষে কাঠমান্ডুর ম্যারিয়ট হোটেলে গিয়েছিলেন রাহুল। পাল্টা কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা বিজেপিকে তোপ দেগেছেন। তাঁর বক্তব্য, রাহুল গান্ধী মোদিজির মতো বিনা নিমন্ত্রণে পাকিস্তানে গিয়ে নওয়াজ শরিফের জন্মদিনের কেক কাটতে যাননি। তিনি এক বন্ধুর বিয়ের নিমন্ত্রণে প্রতিবেশী দেশ নেপালে গিয়েছেন। তাঁর প্রশ্ন, বন্ধুদের বিয়েতে যাওয়া কি অপরাধ! তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও বিজেপির নোংরা ব্যক্তিগত আক্রমণের রাজনীতি নিয়ে মুখ খুলেছেন। তিনি ট্যুইটারে লিখেছেন, রাহুল গান্ধী হোন আর যেই হোন, তিনি নাইটক্লাবে যান বা যেখানে খুশি যান, এ নিয়ে কথা বলা কি দুনিয়ায় কারও কাজ হতে পারে? কংগ্রেসও ছেড়ে কথা বলছে না। যুব কংগ্রেস নেতা বি ভি শ্রীনিবাস একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, বিজেপির রাজ্যসভা সদস্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর একটি পার্টিতে শ্যাম্পেনের বোতল খুলে সেলিব্রেট করছেন।

Latest article