লন্ডন, ৫ মে : নিলামে রেকর্ড অর্থে বিক্রি হল দিয়েগো মারাোনার বিতর্কিত ‘হ্যান্ড অফ গড’ জার্সি। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এই জার্সি গায়েই গোল করেছিলেন মারাদোনা। ইংল্যান্ড শিবিরের দাবি ছিল, মাথা দিয়ে নয়, আর্জেন্টাইন কিংবদন্তি হাত দিয়ে গোল করেছেন। ম্যাচের স্বয়ং মারাদোনাও গোল প্রসঙ্গে বলেছিলেন, ‘‘হ্যান্ড অফ গড!’’
সেই ঐতিহাসিক জার্সি বুধবার রাতে অনলাইন নিলামে বিক্রি হল ৭১ লক্ষ ৪২ হাজার ৫০০ পাউন্ডে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৮ কোটি টাকা! যে কোনও ফুটবলারের ব্যবহার করা জার্সির দাম তো বটেই, যে কোনও খেলারই নিলামের সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে প্রয়াত মারাদোনার এই জার্সির দর। তবে কোন ভাগ্যবান ব্যক্তি এই অমূল্য জার্সির মালিক হয়েছেন, তা নিলাম সংস্থার তরফ থেকে জানানো হয়নি।
আরও পড়ুন-জকোভিচকে ওয়াকওভার দিলেন মারে
এর আগে ফুটবল সম্রাট পেলের ব্যবহার করা বিশ্বকাপ ফাইনালের (১৯৭০ সাল) জার্সি নিলামে বিক্রি হয়েছিল ১ লক্ষ ৫৭ হাজার ৭৫০ পাউন্ডে। এছাড়া মার্কিন বেসবল কিংবদন্তি বেব রুথের জার্সির দাম উঠেছিল ৫৬ লক্ষ পাউন্ড। প্রসঙ্গত, মারাদোনার এই জার্সি গত ৩৫ বছর ধরে ছিল ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার স্টিভ হজের কাছে। বিশ্বকাপের ওই ম্যাচের পর হজের সঙ্গে জার্সি বিনিময় করেছিলেন মারাদোনা। হজের কাছ থেকে ওই জার্সি নিয়ে নিজেদের সংগ্রহশালায় রেখেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব। তবে চলতি বছরের শুরুতে জানা যায়, হজের অনুমতি নিয়ে একটি নিলাম সংস্থা মারাদোনার সেই জার্সি নিলামে তুলতে চলেছে। গত ২০ এপ্রিল থেকে অনলাইনে শুরু হয়েছিল এই নিলাম। যা শেষ হয় বুধবার রাতে।