ওয়েলিংটন, ৫ মে : টেস্ট ক্রিকেটের ইতিহাসে জিম লেকার ও অনিল কুম্বলের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট শিকারের নজির গড়েছিলেন আজাজ প্যাটেল। কিন্তু ঐতিহাসিক সেই ‘পারফেক্ট টেন’ জার্সি সম্প্রতি নিলামে তুলেছিলেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার। নিলাম থেকে পাওয়া পুরো অর্থ তিনি দান করেছেন একটি শিশু হাসপাতালের উন্নয়ন তহবিলে। ঐতিহাসিক ওই জার্সিতে নিউজিল্যান্ডের সব ক্রিকেটারদের সই রয়েছে। তবে নিলাম থেকে কত টাকা উঠেছে, তা নিয়ে আজাজ বা হাসপাতাল কর্তৃপক্ষ মুখ খোলেননি।
আরও পড়ুন-শেষমুহূর্তে ম্যাজিক, রডরিগো-বেঞ্জেমায় বিদ্ধ সিটি রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ফাইনালে রিয়াল
আজাজের বক্তব্য, ‘‘গত বছর আমার মেয়ে অসুস্থ হওয়ার পর কয়েকটা দিন ওই হাসপাতালে ছিল। সেই সময় আমি এবং আমার স্ত্রীর চোখে পরিকাঠামোগত বেশ কিছু সমস্যা ধরা পড়ে। তখনই আমরা ঠিক করেছিলাম, হাসপাতালের জন্য কিছু করতে হবে। তাই জার্সি নিলামে তুলি।’’ উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১০ উইকেট দখল করেছিলেন আজাজ। যদিও এরপর বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দু’টি টেস্ট সিরিজ থেকে তিনি বাদ পড়েন। তবে আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত কুড়িজনের টেস্ট দলে আজাজ রয়েছেন।