দুই ফুটবলারকে চাকরি মুখ্যমন্ত্রীর

নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘‘দু’জনের পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ।

Must read

প্রতিবেদন : দুর্দান্ত খেলেও সন্তোষ ট্রফির ফাইনালে কেরলের কাছে টাইব্রেকারে হেরে গিয়েছে বাংলা। প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ভাল খেলেছেন অধিনায়ক মনোতোষ চাকলাদার এবং দিলীপ ওরাওঁ। দুই ফুটবলারই দরিদ্র পরিবারের সন্তান। মনোতোষ, দিলীপের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোটা থেকে তাঁদের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করলেন।

আরও পড়ুন-‘পারফেক্ট টেন’ জার্সি নিলাম, হাসপাতালে অর্থ দান আজাজের

নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘‘দু’জনের পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ। সংবাদমাধ্যমে ওদের সম্পর্কে জেনেছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে তিনি নিজের কোটা থেকে দু’জনের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করেন। আগামী ৯ মে দু’জনের কাছে চাকরির নিয়োগপত্র পৌঁছে যাবে। আমরা মনে করি, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের ফলে বাংলার আরও অনেক ছেলে ফুটবল খেলতে এগিয়ে আসবে।’’

Latest article