কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দু’দিনের বঙ্গ সফরের শুক্রবার শেষদিনে কলকাতায় একাধিক দলীয় কর্মসূচি রয়েছে। এর আগেই কাশীপুরে যুবমোর্চা নেতার (BJP Youth Leader Death) রহস্য মৃত্যুতে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ (Kunal Ghosh) প্রশ্ন তুলেছেন, বিজেপির সুপরিকল্পিত চিত্রনাট্য নয় তো?
দলীয় নেতার মৃত্যু নিতে বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ঘাসফুল শিবিরের রাজ্য সাধারণ সম্পাদক এই ঘটনায় বিজেপির দিকেই আঙুল তুলেছেন। ঘটনার প্রকৃত তদন্ত হবে বলে জানান কুণাল। একই সঙ্গে একটি টুইটে কুণাল লেখেন, “তান্ত্রিকদের নরবলির মত।
আত্মহত্যা, নাকি আসলে নিজেদেরই বিক্ষুব্ধ শিবিরের কাউকে শেষ করে ইস্যু তৈরির চেষ্টা? তাঁর সফরের মধ্যে হলে নাটক করার সুযোগও থাকছে। ওদেরই সুপরিকল্পিত চিত্রনাট্য নয় তো? জনবিচ্ছিন্ন সরীসৃপরা প্রচার আর কুৎসার জন্য আর কত নামবে? তদন্ত চলুক।”
তান্ত্রিকদের নরবলির মত।
আত্মহত্যা, নাকি আসলে নিজেদেরই বিক্ষুব্ধ শিবিরের কাউকে শেষ করে ইস্যু তৈরির চেষ্টা?
তাঁর সফরের মধ্যে হলে নাটক করার সুযোগও থাকছে।ওদেরই সুপরিকল্পিত চিত্রনাট্য নয় তো?
জনবিচ্ছিন্ন সরীসৃপরা প্রচার আর কুৎসার জন্য আর কত নামবে?
তদন্ত চলুক।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 6, 2022
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এই মুহূর্তে বঙ্গ সফরে থাকা অমিত শাহ। তাই কলকাতা বিমানবন্দরে দলের তরফে যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তা বাতিলের নির্দেশ দেন। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, কলকাতায় পা রেখেই মৃত যুবমোর্চা নেতার কাশীপুরের বাড়িতে (BJP Youth Leader Death) গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: বিজেপির ট্রেন-ভরো আটকে অসুস্থ প্রৌঢ়
উল্লেখ্য, আজ, শুক্রবার সকালে টালা ব্রিজ সংলগ্ন কাশীপুর রেল কলোনি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিজেপি যুবমোর্চা নেতা বছর ছাব্বিশের অর্জুন চৌরাশিয়ার। পরিবার ও বিজেপি সমর্থকদের দাবি খুন করা হয়েছে অর্জুনকে। চিৎপুর থানার পুলিশ মৃতদেহ দেহ উদ্ধারে গিয়ে বাধার মুখে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমেছে লালবাজারের বিশেষ টিম।