আজও দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Must read

প্রতিবেদন: বৃহস্পতিবারের পর শুক্রবারও দুই বঙ্গে বৃষ্টির (Rainfall Forecast) পূর্বাভাস দিল হাওয়া অফিস। বেশি বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের (South Bengal) কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির (Rainfall Forecast) সম্ভাবনা বেশি। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে। আগামী সপ্তাহে সোম, মঙ্গলবার নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। এরই মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত আরও ঘনীভূত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তিশালী হবে।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক-পরবর্তী পর্যায়ে জীবনের দিক-নির্দেশনা 

Latest article